শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা সতর্কতার সাথে প্রস্তুতের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২০তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বুধবার কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আলহাজ মোঃ দবিরুল ইসলাম, মোঃ মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] বৈঠক সূত্রে জানা য়ায়, গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা; গৃহিত বিভিন্ন প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন ও আলোচনা করা হয়।

[৫] বৈঠকে সংসদের ফ্লোরে মুক্তিযুদ্ধমন্ত্রীী প্রতিশ্রুতিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে যথাসময়ে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত ও বাস্তবায়ন করার জন্য কমিটি সুপারিশ করেছে।

[৬] বৈঠকে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে জেলা ও উপজেলার মাঠ পর্যায়ে কাজের পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

[৭] এছাড়া, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, তাঁদের পরিবার পরিজনের সুরক্ষা, চিকিৎসা সেবার মান উন্নয়নসহ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরও গতিশীল করার কথা বলা হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য “মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরমা” শীর্ষক প্রকল্প বাস্থবায়নের উদ্যোগ গ্রহণ, স্মৃতিস্তম্ভ নিমার্ণ ও সকল প্রকল্প বাস্তবায়নের প্রতি সমন্বিত প্রয়াস কামনা করা হয়।

[৮] বৈঠকে আইএমইডি’র সচিব প্রদিপ রঞ্জন চক্রবর্তী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক, জামুকা এর মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়