শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা সতর্কতার সাথে প্রস্তুতের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২০তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বুধবার কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আলহাজ মোঃ দবিরুল ইসলাম, মোঃ মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] বৈঠক সূত্রে জানা য়ায়, গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা; গৃহিত বিভিন্ন প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন ও আলোচনা করা হয়।

[৫] বৈঠকে সংসদের ফ্লোরে মুক্তিযুদ্ধমন্ত্রীী প্রতিশ্রুতিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে যথাসময়ে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত ও বাস্তবায়ন করার জন্য কমিটি সুপারিশ করেছে।

[৬] বৈঠকে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে জেলা ও উপজেলার মাঠ পর্যায়ে কাজের পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

[৭] এছাড়া, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, তাঁদের পরিবার পরিজনের সুরক্ষা, চিকিৎসা সেবার মান উন্নয়নসহ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরও গতিশীল করার কথা বলা হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য “মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরমা” শীর্ষক প্রকল্প বাস্থবায়নের উদ্যোগ গ্রহণ, স্মৃতিস্তম্ভ নিমার্ণ ও সকল প্রকল্প বাস্তবায়নের প্রতি সমন্বিত প্রয়াস কামনা করা হয়।

[৮] বৈঠকে আইএমইডি’র সচিব প্রদিপ রঞ্জন চক্রবর্তী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক, জামুকা এর মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়