বাশার নূরু: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭-২৬ মার্চ পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেলসহ অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় এসব অনুষ্ঠান সম্প্রচার হবে।
[৩] সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়েছে।
[৪] কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে এসব অনুষ্ঠান টেলিভিশন চ্যানেল সমূহে, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক থিমভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: সারোয়ার জাহান