স্পোর্টস ডেস্ক: [২] নিউক্যাসল ইউনাইডেটকে সহজেই হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে কোচ টমাস টুখেলের দল। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানো দলটি আসরে এই নিয়ে টানা চতুর্থ জয় পেলো।
[৩] ২৪ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে চেলসির পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে নিউক্যাসল। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও লেস্টার সিটি তিন নম্বরে আছে। - গোল ডটকম/ দ্য সান