তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দু'পক্ষের সংর্ঘষে মিলন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার গৌরনগর গাঙ্গের পাড় এলাকায় এঘটনা ঘটে।
[৩] পুলিশ ও স্হানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে বিকালে দু'পক্ষের মর্ধ্যে কথাকাটি হয়। এরই পর রাতে পুনরায় বিকালে ঘটনার সূত্র ধরে সংর্ঘষে মিলন নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছে ।
[৪] নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রশিদ বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতে চিন্হ রয়েছে। লাশ ময়নাতদন্তে জন্য জেলা সদরের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ফরহাদ বিন নূর