শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ উইকেটের পর দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে সাকিব-সোবার্সদের টপকে গেলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক: [২] চেন্নাই টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডে সেরা চারে জায়গায় করে নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে করলেন দুর্দান্ত সেঞ্চুরি। এরই সাথে এক বিশ্বরেকর্ডে সাকিব-সোবার্সদের টপকে গেলেন অশ্বিন।

[৩] প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পাওয়ার পর চেন্নাই টেস্টে রবিবার ১৪ ফেব্রুয়ারি, ৫ উইকেট পেয়ে মাঠ ছাড়েন। এরপর আজ ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সবচেয়ে বেশি রান করলেন।

[৪] ভারতের নবম উইকেট পড়েছিল ২৩৭ রানে। এরপর নিজের শহরে টেস্ট শতরানের লক্ষ্যে থাকা অশ্বিনকে যোগ্য সঙ্গত দিতে থাকেন মোহম্মদ সিরাজ।

[৫] অন্য প্রান্তে তখন আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন অশ্বিন। নার্ভাস নাইন্টিতে ঢুকেও ৯১ থেকে ৯৭-এ পৌঁছান মঈন আলির বলে দুরন্ত ছক্কা হাঁকিয়ে। আলির বলেই চার মেরে শতরান পূর্ণ করেন অশ্বিন। এটি তাঁর পঞ্চম টেস্ট শতরান।

[৬] এতে বল হাতে পাঁচ উইকেট পাওয়ার পর টেস্ট শতরান হাঁকিয়ে নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে তার এই প্রথম শতকে অলরাউন্ডারদের ক্লাবে আরেকটু নিজেকে উপরে তুললেন তিনি। একই টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট ও শতরান করার রেকর্ডে অশ্বিন এখন দুইয়ে। তিনবার এই কীর্তি ছুঁলেন তিনি। তার উপরে কেবল ইয়ান বোথাম।
অশ্বিনের পরে আছেন ২ বার করে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করা সাকিব, গ্যারি সোবার্স, মোশতাক আহমেদ ও জ্যাক ক্যালিস। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়