শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট ক্রিকেটের এলিট লিস্টে অশ্বিন

স্পোর্টস ডেস্ক : [২] চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে রবিচন্দ্রন অশ্বিন টপকে যান আরেক ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের রেকর্ড। ভারতের মাটিতে সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে চলে এলেন রবিচন্দ্রন। তাঁর সামনে রয়েছেন কেবল আরেক কিংবদন্তি অনিল কুম্বলে।

[৩] ভারতের মাটিতে সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন কুম্বলে। তিনি ঘরের মাঠে ৬৩টি টেস্টে ৩৫০টি উইকেট নিয়েছেন। অশ্বিন দেশের মাঠে ৪৫তম টেস্টে মাঠে নেমে এখনও পর্যন্ত ২৬৮টি উইকেট দখল করেছেন।

[৪] এই তালিকায় হরভজন সিংকে টপকালেন অশ্বিন। ভাজ্জি ভারতে ৫৫টি টেস্টে মোট ২৬৫টি উইকেট নিয়েছেন। চিপকে বেন স্টোকসের উইকেট তুলে নিয়ে ভাজ্জিকে পিছনে ফেলে দেন রবিচন্দ্রন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কপিল দেব। তাঁর ঝুলিতে রয়েছে ২১৯টি উইকেট। পাঁচ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি নিয়েছেন ১৫৭টি উইকেট।

[৫]এছাড়া টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ারদের তালিকায় গ্লেন ম্যাকগ্রাকে অশ্বিন। টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ২৯ বার এক ইনিংসে ৫টি বা তারও বেশি উইকেট নিলেন অশ্বিন। তিনি রয়েছেন ম্যাকগ্রার সঙ্গে যুগ্মভাবে সাত নম্বরে। ম্যাকগ্রাও টেস্টে মোট ২৯ বার এক ইনিংসে ৫ উইকেট দখল করেন।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়