শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনশি জাকির হোসেন: নিজ দলের মধ্যেই শত্রু বিরাজমান

মুনশি জাকির হোসেন : আওয়ামীলী বর্গাকারে শত্রু বেষ্টিত একটি রাজনৈতিক দল। এই দলের ভিতরে, বাইরে, দেশে, বিদেশে, ডানে, বামে, সামনে, পিছনে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, আসমানে, জমিনে, ভূগর্ভে শত্রুর অভাব নেই। এসব শত্রু চর্ম চোক্ষ্যে দৃশ্যমান। আওয়ামীলীগের আরেক ভয়ংকর শত্রু হলো এই দলের ভিতরের ঘাপটি মারা শত্রু। এদের সংখ্যা অগণিত। নিজ দলের মধ্যেই শত্রু বিরাজমান। এই শত্রু তালিকায় কর্মী এবং সমর্থক নেই। আছে নেতা, এমপি, মন্ত্রী পর্যায়ের লোক। সেই তালিকায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, তবে বেশির ভাগই উচু তলার নেতারা। আওয়ামীলীগের ভিতরকার শত্রুগুলোর একটি কমন গ্রাউন্ড আছে, এরা পুঁজিবাদ এবং সামন্তবাদের ভূত, এরা সকলেই দল ও সরকার থেকে সাম্ভাব্য সকল সুযোগ সুবিধা ভোগ করে মাঝে মাঝে অতিরিক্তও ভোগ করে।

দল এবং দেশের চেয়ে ব্যক্তিগতভাবে বেশি স্বার্থোন্মত্ত ব্যক্তিগত সুযোগ- সুবিধার প্রশ্নে যেকোনো অনৈতিক-অপকর্ম করতে সিদ্ধহস্ত। এরা নিজ প্রয়োজনে নিজদলের লোক খুন করে, প্রয়োজনে বিএনপি-জামাতের সঙ্গেও আঁতাত করে। ৭৫ এর পরে যারা গর্তে ছিলো তারা তখনই বাতিল হয়েছিলো আজকে যে লোকটি আওয়ামীলিগের জন্য জীবন বাজি রাখতে মরিয়া কালই যদি দল থেকে কাঙ্খিত সুযোগ সুবিধা না পায় তাহলে আওয়ামীলীগকে উলঙ্গ করতে সে মরিয়া হবে।

খেতাব কেড়ে নেওয়ার প্রস্তাবকারী এই দুই ফিল্টারেই ধরা। আওয়ামীলীগের রাজনীতির মূল শক্তি মধ্যবিত্তের সাধারণ মানুষ থেকে তৃণমূলের সাধারণ কর্মী এবং সমর্থক। সেই সাথে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার রাজনৈতিক ইশতেহার বাকি সব ধইঞ্চা। ফেসবুক থেক শাহিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়