শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৯ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্যায়ের বিরুদ্ধে আমার মুখ বন্ধ করতে ওবায়দুল কাদের চক্রান্ত করছেন: মির্জা কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র বলেন, এই সংবাদ সম্মেলন বন্ধ করার জন্য সরকারের বিভিন্ন সংস্থা থেকে আমাকে ধমক দেওয়া হয়েছে। বিভিন্নভাবে আমাকে শাসন করা হয়েছে। আমি যেনও কিছুতেই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করি। আওয়ামী লীগের সভা পর্যন্ত আমি অপেক্ষা করবো। না হলে আমি আবার হরতাল ধর্মঘটের ডাক দেবো। আমার যে পদ-পদবী আছে তা প্রত্যাখ্যান করবো।

[৩] তিনি বলেন, আমার পরিবারকে হত্যা ও বাড়িঘর উচ্ছেদ করার জন্য নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী ৫০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করেছেন। আমার গাড়ি বহরে হামলা করা হয়েছিল। সৌভাগ্যবশত আমার জীবন রক্ষা পেয়েছে।। আমি হরতাল ধর্মঘটের কর্মসূচি দিয়েছিলাম। ওবায়দুল কাদেরের কথাতে সেগুলো প্রত্যাহার করেছি। এখন যখন প্রতিবাদ করতে চাই। তিনি হয়তো ক্ষমতার জন্য নীতি নৈতিকতা বিসর্জন দিতে পারেন। গাড়ি বহরে হামলার পর বিচার চেয়েছিলাম, আমাকে শান্ত থাকতে বলেছিলেন, এ পর্যন্ত একটা পিপড়াও ধরতে পারেনি। আমরা রাজাকার, যদি প্রমাণ করতে পারেন, তাহলে গুলি করে নিজেকে শেষ করে দিবো।

[৪] তিনি বলেন, অরাজকতার নির্বাচন ভোটবিহীন নির্বাচন আমরা আর দেখতে চাই না। তারপর বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে।

[৫] রোবববার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোয়াখালীতে অন্যায়, অনিয়ম, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়