শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

আজিজুল ইসলাম: [২] যশোর জেলার বাঘারপাড়া পৌরসভার নির্বাচন ভোটগ্রহণ চলেছে। সকালে ভোট শুরুর সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন ভোট দেয়ার জন্য।

[৩] রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। ভোটারদের উপস্থিতি মোটামুটি চোখে পরার মতো। সকাল ১০টা পর্যন্ত পৌর এলাকার সকল ভোটকেন্দ্রে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে।

[৪] পৌর এলাকার কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভোট দেয়ার জন্য। পৌড়সভার ভিশন রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রিসাইডিং অফিসার আকবর আলি ৯ র দিকে এ প্রতিবেদককে জানান, সকাল ৮টা থেকে এ পর্যন্ত ১১৪জন ভোট প্রদান করেছেন। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৯৪৬ জন বলে তিনি জানান।

[৫] নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান কামরুজ্জামান বাচ্চু, ধানের শীষ প্রতিকে সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি আব্দুল হাই মনা, বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আবুতাহের সিদ্দিকি (জগ), লাংগল প্রতিকে জাতিয় পার্টির মোহাম্মাদ আলি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এনামুল হক হাতপাখা প্রতিকে নির্বাচন করছেন।

[৬] বাঘারপাড়া পৌরসভায় মোট ৭ হাজার ৯’শ ৯২ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুশ ভোটার ৩ হাযার ৫’শ ৩২ জন এবং মহিলা ভোটার ৩ হাজার ৯’শ ৬০ জন। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়