শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে তিস্তা চরে নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শনে বিভাগীয় কমিশনার

আফরোজা : রংপুরের কাউনিয়ায় কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিস্তা নদীর জেগে উঠা চরে গড়ে উঠা নিরাপদ সবজি ক্ষেত। গতকাল শনিবার প্রায় দিনব্যাপি তিস্তা নদীর জেগে উঠা চরে গড়ে উঠা নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঁঞা।

পরিদর্শন শেষে কৃষক-কিষাণীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঁঞা। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক রংপুর অঞ্চল খন্দকার আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর ড. সরওয়ারুল হক, উপ পরিচালক কৃষি বিপনন অধিদপ্তর রংপুর মোঃ আনোয়ারুল হক, নির্বাহী প্রকৌশলী বিএডিসি রংপুর এএইচএম মিজানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, কৃষক স্বাধীন, আঃ খালেক, প্রফুল্য, মনোয়ারা প্রমূখ।

এর পর বিকালে বিভাগীয় কমিশনার বালাপাড়া ইউনিয়নের হরিচরন লস্কর গ্রামে প্রধানমন্ত্রীর উপহার পাকাবাড়ি প্রাপ্তদের সাথে মতবিনিময় করেন ও বাড়ি গুলো পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়