আফরোজা : রংপুরের কাউনিয়ায় কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিস্তা নদীর জেগে উঠা চরে গড়ে উঠা নিরাপদ সবজি ক্ষেত। গতকাল শনিবার প্রায় দিনব্যাপি তিস্তা নদীর জেগে উঠা চরে গড়ে উঠা নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঁঞা।
পরিদর্শন শেষে কৃষক-কিষাণীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঁঞা। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক রংপুর অঞ্চল খন্দকার আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর ড. সরওয়ারুল হক, উপ পরিচালক কৃষি বিপনন অধিদপ্তর রংপুর মোঃ আনোয়ারুল হক, নির্বাহী প্রকৌশলী বিএডিসি রংপুর এএইচএম মিজানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, কৃষক স্বাধীন, আঃ খালেক, প্রফুল্য, মনোয়ারা প্রমূখ।
এর পর বিকালে বিভাগীয় কমিশনার বালাপাড়া ইউনিয়নের হরিচরন লস্কর গ্রামে প্রধানমন্ত্রীর উপহার পাকাবাড়ি প্রাপ্তদের সাথে মতবিনিময় করেন ও বাড়ি গুলো পরিদর্শন করেন।