শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীতশিল্পী মিলাকে খুঁজছে পল্লবী থানা-পুলিশের দুটি ইউনিট

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরোয়ানা ইতিমধ্যে পৌঁছে গেছে পল্লবী থানায়। গ্রেপ্তারের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এই সংগীতশিল্পীকে বিভিন্ন স্থানে খোঁজা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, এই সংগীতশিল্পীকে ধরতে পুলিশের দুটি ইউনিট কাজ করছে। মিলার দাবি, তাকে ফাঁসানো হয়েছে।

প্রায় দুই বছর আগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেছেন তাঁর সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। সেই মামলায় আদালত তাঁকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।

পল্লবী থানার  ওয়াজেদ আলী জানান, দুই বছর আগে উত্তরার পশ্চিম থানায় এই গায়িকার বিরুদ্ধে মামলা হয়। সেই চলমান মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। গত ১০ তারিখে এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা আদালত পল্লবী থানায় পাঠিয়েছেন।

 

তিনি আরও বলেন, ‘গতকাল থেকেই আমরা তাঁকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি। তাঁর বাসাসহ ঢাকার অনেকগুলো লোকেশনে তাঁর খোঁজ করেছি। কোথাও তাকে খুঁজে পাইনি। আমাদের দুটি ইউনিট সার্বক্ষণিক তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে। যেখানেই থাকুক, আমরা যত তাড়াতাড়ি পারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করব।’

মামলাটিকে মিথ্যে অভিযোগ বলে দাবি করলেন সংগীতশিল্পী মিলা। তিনি বলেন, এই ঘটনায় কাজের ছেলেটা নিজের দোষ স্বীকার করেছে। সে বলেছে, এখানে মিলা জড়িত না, এমনকি অ্যাসিডও এই গায়িকা ছোড়েননি। এই মামলায় বারবার তাঁকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। এবার তাঁকে সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দেওয়া হলো।

মিলা বলেন, ‘সর্বশেষ দিনে তারা আমাকে দিয়ে আপস বলায় আমার আব্বাকে দিয়ে হাজিরা দেওয়াতে দেয়নি। আমিও আর এই ছেলেটাকে নিয়ে একটাবার চিন্তা করতে চাই না। তাকে মাফ করে দিয়েছিলাম। সে-ই এখন আমাকে ফাঁদে ফেলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে।’তিনি আরও জানান, তাঁর সাবেক স্বামীর সঙ্গে সমঝোতা হয়েছিল তিনি মামলা তুলে নেবেন। পরে মিলা আদালতে বিচারককে জানিয়েছিলেন, সানজারিকে ক্ষমা করেছেন। আক্ষেপ নিয়ে মিলা বলেন, ‘এখন আমি কাজে ফিরছি, এটাই তার সহ্য হলো না। আমাকে একদিনের জন্য জেলে পাঠালে তাদের জয় হয়। প্রসঙ্গত, সম্প্রতি নতুন গান ও গানের ভিডিও চিত্র প্রকাশ করেছেন মিলা।

 

সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২০১৯ সালের ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হন। সে সময় জানা যায়, রাত আটটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজের গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারে। পরে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। সেই মামলায় মিলাকে সিইডি জিজ্ঞাসাবাদ করেছিল। এর আগে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর মিলার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপনের অভিযোগে মামলা করেন পারভেজ সানজারি।

এ ছাড়া যৌতুক ও নির্যাতনের অভিযোগে ২০১৭ সালের ৫ অক্টোবর সংগীতশিল্পী মিলা তাঁর সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হন সানজারি। পরে তিনি জামিনে ছাড়া পান। গত বছরের ১১ জুলাই মিলা সানজারির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়