শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল ও ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

সুজন কৈরী: [২] রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ৩টি প্রসাধনী তৈরির কারখানা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে কারখানার মালিকদের ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার বলেন, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলমের নেতৃত্বে এবং বিএসটিআই’র সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কামরাঙ্গীরচরের ইসলামনগর ও খোলামোড়া এলাকায় অপো প্রসাধনী এবং সাদিয়া হারবাল বিডি প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও মেয়াদোর্ত্তীণ পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করাসহ বিভিন্ন গুরুতর অপরাধে অপো প্রসাধনী প্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনকে ৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। আর সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে।

[৪] অপর দিকে চশবাজারের চকমার্কেট ৬ষ্ঠ তলার একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী মজুদ রাখা এবং মেয়াদোর্ত্তীণ পণ্যের সংরক্ষন করে বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৫] এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়