শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল ও ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

সুজন কৈরী: [২] রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ৩টি প্রসাধনী তৈরির কারখানা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে কারখানার মালিকদের ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার বলেন, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলমের নেতৃত্বে এবং বিএসটিআই’র সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কামরাঙ্গীরচরের ইসলামনগর ও খোলামোড়া এলাকায় অপো প্রসাধনী এবং সাদিয়া হারবাল বিডি প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও মেয়াদোর্ত্তীণ পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করাসহ বিভিন্ন গুরুতর অপরাধে অপো প্রসাধনী প্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনকে ৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। আর সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে।

[৪] অপর দিকে চশবাজারের চকমার্কেট ৬ষ্ঠ তলার একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী মজুদ রাখা এবং মেয়াদোর্ত্তীণ পণ্যের সংরক্ষন করে বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৫] এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়