শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল ও ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

সুজন কৈরী: [২] রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ৩টি প্রসাধনী তৈরির কারখানা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে কারখানার মালিকদের ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার বলেন, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলমের নেতৃত্বে এবং বিএসটিআই’র সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কামরাঙ্গীরচরের ইসলামনগর ও খোলামোড়া এলাকায় অপো প্রসাধনী এবং সাদিয়া হারবাল বিডি প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি ও মেয়াদোর্ত্তীণ পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করাসহ বিভিন্ন গুরুতর অপরাধে অপো প্রসাধনী প্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনকে ৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। আর সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে।

[৪] অপর দিকে চশবাজারের চকমার্কেট ৬ষ্ঠ তলার একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী মজুদ রাখা এবং মেয়াদোর্ত্তীণ পণ্যের সংরক্ষন করে বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৫] এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়