ইব্রাহীম খলিল: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম- সলিমগঞ্জ সড়কের শ্যামগ্রাম বাজার সংলগ্ন খালের উপর নির্মিত সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
[৩] সেতুটির মাঝখানে বড় বড় দুটি স্থানে পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। ফলে বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন ওই সেতু দিয়ে শত শত কোমলমতি শিশু ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অথচ সেতুটি মেরামতের জন্য নেই কোনো উদ্যোগ।
[৪] স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেও সেতুটির মাঝখানে পলেস্তারা খসে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় ওই গর্তে রাতে একাধিক যান দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় লোকজন ওই গর্তে বাঁশ ফেলে বাঁশের মাথায় লাল নিশান উড়িয়ে দেয়। ভাঙাচোরা সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
[৫] জানা যায়, উপজেলার শ্যামগ্রাম বাজারের প্রধান সড়কের খালের উপর প্রায় ৪০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সেতুটি নির্মাণ করেন।
[৬] শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন বাবুল বলেন, সেতুটি প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়েছে। কিছুদিন পূর্বে নিজ উদ্যোগে সেতুটি সংস্কার করি কিন্তু এটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজের মাঝখানে গর্তের সৃষ্টি হওয়ায় ব্রিজটি নতুন করে নির্মাণ করা ছাড়া আর কোনো উপায় নেই।
[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। বর্তমানে সেতুটি সংস্কার করতে এবং পরবর্তীতে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। সম্পাদনা: হ্যাপি