শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সবাই সপরিবারে নির্ভয়ে করোনা ভ্যাকসিন নিন: প্রধানমন্ত্রী [২]বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার দেশ

সমীরণ রায়:  [৩] শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত হবে, মানুষ নাগরিক সুবিধা ও উন্নত জীবন পাবে |

[৪]  দেশের মানুষকে করোনা মহামারি থেকে মুক্ত রাখতে ত্বরিত গতিতে টিকা আনা হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আনসার-ভিডিপির প্রত্যেকটা সদস্যকে অনুরোধ করবো প্রতিটি মানুষ যেন এই করোনার টিকা নেয় তার জন্য কাজ করবেন। অনেকে টিকা নিতে ভয় পায়। সুঁই ফোটাতে ভয় পায়। তাই আনসার সদস্যরা গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন।

[৫] তিনি বলেন, টিকা নিতে নিবন্ধনের জন্য ইতোমধ্যে ডিজিটাল সেন্টার করা হয়েছে। সবাই নিজে এবং পরিবারের সব সদস্যসহ যেন টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা টিক নিন। সুরক্ষিত থাকুন।
[৬] প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট অগ্নি সন্ত্রাসে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছিল। রেলেলাইনে আগুন ধরিয়ে ও পাত সরিয়ে নুষ হত্যা করে অমানবিক কাজ করেছিলো। সেসময় মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে সম্পৃক্ত করেছিলাম। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে।

[৭] শেখ হাসিনা বলেন, ২০২০-২০২১ সাল। ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। মুজিববর্ষ উদযাপন করছি। সঙ্গে সঙ্গে সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করেছি। মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন মানুষকে জমির পাশাপাশি ঘর উপহার দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না; সবারই একটা ঠিকানা হবে। মুজিববর্ষের এটাই হবে শ্রেষ্ঠ উপহার। মুজিববর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ। এই প্রতিপাদ্য নিয়ে আনসার-ভিডিপি কাজ করছে। তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সেবা ও সাহসিকতা পদক প্রবর্তন করেছি।

[৮] তিনি বলেন, জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। তার লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবন পাবে। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। সেখান থেকে ৩০ ধরনের ওষুধ বিনা পয়সায় দিচ্ছি।

[৯] প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান আমলের খাকি পোশাক বাদ দিয়ে নতুন ‘সেরেমনিয়াল’বা উৎসব পোশাক এবং কমব্যাট পোশাক দিয়েছি। অন্যান্য বাহিনীরও কমব্যাট পোশাক আছে। কাজেই আনসার বাহিনী বাদ থাকবে কেন? এই পোশাকের রঙ এবং ডিজাইন নিজেই পছন্দ করে দিয়েছি। আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে।

[১০] বৃহস্পতিবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ ২০২১-এর কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।  সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়