আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। ভারত বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে বলে মন্তব্য করে স্বাগত জানিয়েছে বাইডেন প্রশাসন। এনডিটিভি
[৩]প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হলো। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে প্রাইস বলেন, ‘কূটনৈতিক ও নিরাপত্তার নানা বিষয় নিয়ে কথা হয়েছে ব্লিঙ্কেন-জয়শঙ্করের মধ্যে। প্রতিরক্ষা, ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা, জঙ্গি দমন, শান্তি রক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি, মহাকাশ, সমুদ্রের মতো বিষয়ে আলোচনা হয়েছে।’
[৪]পূর্ব লাদাখে ভারত-চীন সংঘর্ষ এবং তার জেরে নয়াদিল্লি-বেইজিং টানাপড়েনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। বাইডেন অবশ্য তা করেননি। তবে প্রাইস বলেছেন, ‘আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে সে সম্পর্কে আমরা জ্ঞাত। সরাসরি আলোচনা এবং তার মাধ্যমে সীমান্ত বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়াকে আমরা সমর্থন করি।’