শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছয় ম্যাচ পর বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে মোহামেডানের হাসি

মাহিন সরকার: [২] প্রিমিয়ার ফুটবল লিগের শুরুর ম্যাচে বড় জয় পেয়েছিল মোহামেডান। এরপর থেকে পয়েন্ট হারাতে শুরু করে সাদা-কালোরা। বাকি ৫ ম্যাচে হেরেছে কিংবা ড্র করেছে। অবশেষে সপ্তম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের মুখ দেখলো শন লেনের দল। বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা।

[৩] কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ছয় ম্যাচ পর হাসলো মোহামেডান। অধিনায়ক জাপানি মিডফিল্ডার উরু নাগাতা জয়ের নায়ক। প্রথমার্ধে যদিও কোনও গোল আসেনি। বিরতি থেকে মাঠে ফিরে দুই মিনিটের মধ্যে জয়সূচক গোলটি আসে।

[৪] ৪৭ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ট্রেডমার্ক ফ্রি কিকে নাগাতার হেড সহজেই জালে জড়িয়ে যায়। এরপর আর গোল আসেনি। বাকি সময়টুকু ১-০ স্কোরলাইন রেখেই ৩ পয়েন্ট নিশ্চিত হয়েছে সোহাগ-শ্যামলদের।

[৫] ৭ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে মোহামেডানের পাশে ৯ পয়েন্ট। ছয় ম্যাচে তৃতীয় হারে পুলিশ এফসির পয়েন্ট আগের সেই ৭।

[৬] কুমিল্লার মাঠে জিতে মোহামেডান কোচ শন লেন বলেন, প্রিমিয়ার লিগে এটি আমাদের দ্বিতীয় জয়। আমরা লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছি। জানতাম, আমরা যদি পরিশ্রম চালিয়ে যাই এবং সঠিক কাজটা করি, তাহলে জয় আসবে। জয় পাওয়ায় ছেলেদের নিয়ে আমি খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়