স্বপন দেব: [২] মৌলভীবাজারের জুড়ী উপজেলার দু’জন চিহ্নিত সন্ত্রাসী আটক করেছে পুলিশ। তারা জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের পুত্র মাজহারুল ইসলাম তাকাদ (২৭) ও তার ভাই এমাদ (২৯)।
[৩] সোমবার রাতে উপজেলার নয়াবাজার এলাকা থেকে তাদের আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
[৪] জুড়ী থানার ওসি সঞ্জয় চত্রবর্তী জানান, তাকাদ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, গরু চুরিসহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিভিন্ন অভিযোগ রয়েছে।
[৫] মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে। তাকাদ আটকের খবরে তার ভাই এমাদ এলাকায় উৎপাত করলে তাকেও আটক করে পৃথক মামলা দেয়া হয়েছে। সম্পাদনা: আঞ্জুমান আরা