শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বাংলাদেশের সাফল্য ও অর্থনৈতিক উন্নতি’কে রাজনীতির হাতিয়ার করেছে ভারতের বিরোধী দলগুলো

মাছুম বিল্লাহ: [২] বাংলাদেশ লাগোয়া আসাম ও পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলো মাথাপিছু জিডিপিসহ অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভাবনীয় সাফল্য নিয়ে ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করছেন।

[৩] আসামের কংগ্রেস নেতা এবং লোকসভার সাংসদ গৌরব গগৈ বলেছেন, অর্থনীতির দিক থেকে বাংলাদেশ ভারতের চেয়ে ভাল। আর ভারতের অর্থনীতি অবস্থা খারাপের কারণ বিজেপি সরকারের ভূলনীতি। তারা প্রতিটি সেক্টরে ব্যর্থ হয়েছে।

[৪] আসামের জাতীয়তাবদী দলগুলোও বিজেপি সরকারের সমালোচনা করার সময় বাংলাদেশের সাফল্য ও উন্নয়নকে উদাহরণ তুলে ধরছেন।

[৫] পশ্চিমবঙ্গের সিপিএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারাও বাংলাদেশের উন্নতির প্রসংশা করছেন। পাশাপাশি তারা মোদি সরকারের সমালোচনা করছেন।

[৬] আইএমএফ-এর এই রিপোর্টে ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়টি প্রকাশের পর ভারত জুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, পাঁচ বছর আগেও যেখানে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে ২৫ শতাংশ বেশি ছিল, সেখানে আইএমএফ-এর রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশের চেয়ে পিছিয়ে যেতে পারে। মোদি সরকারের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থতার এটাই সবচেয়ে বড় উদাহরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়