রাজু চৌধুরী : [২] থেরবাদী বৌদ্ধদের সর্বোচ্চ সাংঘিক ঐতিহ্যবাহী বৌদ্ধদের সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ, শাসনশোভন- জ্ঞানভানক ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে, উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো মহোদয়ের উপস্থিতিতে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
[৩] অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়। বন্দর নগরীর প্রাণ কেন্দ্র পুর্ণ্যতীর্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার দেবপাহাড়ে মঙ্গলবার বিকাল ২টায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে মহাসভার নির্বাচন কমিশনের সর্বাঙ্গীন সহযোগিতায় নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দরভাবে সুসম্পন্ন হয়।
[৪] উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরী পরিষদের ৬টি পদে ব্যালটের মাধ্যমে ১২টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ও নিরপেক্ষভাবে প্রিসাইডিং ও পোলিং অফিসারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।