শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইমিং পুলের পাশে ভবন নির্মাণ হবে, টিএসসির মূল ভবন ঠিকই থাকবে

সুজিৎ নন্দী: [২] অবশেষে গণপূর্ত অধিদপ্তর ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন খসড়া নকশা প্রস্তুত করেছে সরকারের। এই নকশায় টিএসসির বিদ্যমান কাঠামো অক্ষুন্ন রেখে নতুন একটি ভবন নির্মাণের কথা বলা হয়েছে। নকশাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পছন্দও হয়েছে। সুইমিং পুলের পশ্চিম পাশে সুউচ্চ ভবন নির্মাণ হবে।

[৩] রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের একটি দলের বৈঠক হয়। বৈঠকে টিএসসির নতুন খসড়া নকশাটি উপস্থাপন করা হয়।

[৪] প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার বলেন, গণপূর্তের প্রকৌশলীরা একটি নকশা নিয়ে এসেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেটি ভালো লেগেছে। চার সপ্তাহ পরে গণপূর্তের সঙ্গে আরও একটি সভা হবে। সেখানে নকশা চূড়ান্ত করা হতে পারে।

[৫] গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। টিএসসির কোন কাঠামো না ভেঙ্গে ফাঁকা জায়গায় ভবন নির্মাণ করা হবে। টিএসসির এই বিষয়টি নিয়ে একটি উপস্থাপন করা হয়।

[৬] বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য মো. আখতারুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার।

[৭] টিএসসি ভবন ভাঙা হতে পারে এমন খবরে সমালোচনায় মুখর হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ। তারা টিএসসির দৃষ্টিনন্দন ভবনটি ভেঙে ফেলার বিরোধিতা করেছেন।

[৮] শিক্ষক-শিক্ষার্থীদের ওই অংশের অনেকের অভিযোগ, টিএসসিকে ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা চলছে। সংবাদ সম্মেলন করে টিএসসি ভেঙে ফেলার বিরোধিতা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়