শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের ঘনিষ্ঠতায় ফাঁদে দুই তরুণী ! পুলিশের তৎপরতায় আটক ৩ প্রতারক।

রাজু চৌধুরী : ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষদের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিচ্ছে কিছু চক্র। এমন একটি চক্রের ফাঁদে পড়ে ঢাকার দুই মডেল তরুণী। তবে পুলিশের তৎপরতায় ফিরে পায় অর্থ এবং মোবাইল, তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি)ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান,  ফেসবুকে ঘনিষ্ঠতার এক পর্যায়ে মডেলিংয়ের প্রস্তাব পেয়ে সুদুর ঢাকা থেকে চট্টগ্রামে এসে লাভলী আক্তার লিপি (২৩) ও নওশীন (২২) প্রতারণার শিকার হয়ে স্বর্বস্ব হারায়, কৌশলে তাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গা ঢাকা দেয় প্রতারকরা।

ওসি মহসীন আরও জানান, ঢাকায় ফটো সেশন মডেলিংয়ের কাজ করেন লাভলী, ফেসবুক সূত্রে ২০১৮ ইং সালে আসামী আনোয়ার ইসলাম সানি(২৭) এর সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাধে আসামী আনোয়ার ইসলাম সানি(২৭) ভিকটিম লাভলী আক্তার লিপি’কে চট্টগ্রামে বিভিন্ন ব্রন্ডের ফটো সেশনের কাজ আছে বলে ভিকটিম সহ আরো ০১ জন মডেল লাগবে বলে জানায়। তার সেই কথার ফাঁদে পড়ে মডেল লাভলী সরল বিশ্বাসে গত ৩০ জানুয়ারি ঢাকা হইতে চট্টগ্রাম এসে ডবলমুরিং মডেল থানাধীন আখতারুজ্জামান সেন্টারের সামনে দেখা করেন।

একসময় বিভিন্ন কৌশল অবলম্বন করে ভিকটিম এর নিকট থাকা ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে চলে যায়, লাভলী প্রতারিত হয়েছে বুঝতে পেরে ডবলমুরিং মডেল থানায়় অভিযোগ করলে একটি টিম এসআই অর্ণব বড়ুয়ার নেতৃত্বে এসআই, মাহাবুব রব্বানি অপু, এএস আই মিঠু দাশ সঙ্গীয় ফোর্সসহ ডবলমুরিং থানা এলাকা ও বন্দর থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আনোয়ার ইসলাম সানিকে গ্রেপ্তার করেন এবং তার স্বীকারোক্তি মতে জিনিসপত্র হাতিয়ে নেওয়া চক্রের ০৩(তিন) সদস্যকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডবলমুরিং মডেল থানা ও বন্দর থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় এবং প্রতারক চক্রের সদস্যদের নিকট হতে প্রতারণার মাধ্যমে নেওয়া নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আনোয়ার ইসলাম সানি (২৭), মোঃ আরাফাত (২৬) এবং আহমেদ উল্লাহ (২৩)। আসামীর বাসা হইতে ভিকটিমের ভ্যনিটি ব্যাগ নগদ ৬৫০০/-টাকা উদ্ধার করা হয়।

তাকে নিয়ে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপর দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক বিক্রয় ডটকম এর মাধ্যমে বিক্রয়কৃত মোবাইল ফোনটি চকবাজার থানাধীন গুলজার টাওয়ারের সামনে হতে রবিউল হোসেন হৃদয় এর নিকট হতে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়