শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের ঘনিষ্ঠতায় ফাঁদে দুই তরুণী ! পুলিশের তৎপরতায় আটক ৩ প্রতারক।

রাজু চৌধুরী : ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষদের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিচ্ছে কিছু চক্র। এমন একটি চক্রের ফাঁদে পড়ে ঢাকার দুই মডেল তরুণী। তবে পুলিশের তৎপরতায় ফিরে পায় অর্থ এবং মোবাইল, তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি)ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান,  ফেসবুকে ঘনিষ্ঠতার এক পর্যায়ে মডেলিংয়ের প্রস্তাব পেয়ে সুদুর ঢাকা থেকে চট্টগ্রামে এসে লাভলী আক্তার লিপি (২৩) ও নওশীন (২২) প্রতারণার শিকার হয়ে স্বর্বস্ব হারায়, কৌশলে তাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গা ঢাকা দেয় প্রতারকরা।

ওসি মহসীন আরও জানান, ঢাকায় ফটো সেশন মডেলিংয়ের কাজ করেন লাভলী, ফেসবুক সূত্রে ২০১৮ ইং সালে আসামী আনোয়ার ইসলাম সানি(২৭) এর সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাধে আসামী আনোয়ার ইসলাম সানি(২৭) ভিকটিম লাভলী আক্তার লিপি’কে চট্টগ্রামে বিভিন্ন ব্রন্ডের ফটো সেশনের কাজ আছে বলে ভিকটিম সহ আরো ০১ জন মডেল লাগবে বলে জানায়। তার সেই কথার ফাঁদে পড়ে মডেল লাভলী সরল বিশ্বাসে গত ৩০ জানুয়ারি ঢাকা হইতে চট্টগ্রাম এসে ডবলমুরিং মডেল থানাধীন আখতারুজ্জামান সেন্টারের সামনে দেখা করেন।

একসময় বিভিন্ন কৌশল অবলম্বন করে ভিকটিম এর নিকট থাকা ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে চলে যায়, লাভলী প্রতারিত হয়েছে বুঝতে পেরে ডবলমুরিং মডেল থানায়় অভিযোগ করলে একটি টিম এসআই অর্ণব বড়ুয়ার নেতৃত্বে এসআই, মাহাবুব রব্বানি অপু, এএস আই মিঠু দাশ সঙ্গীয় ফোর্সসহ ডবলমুরিং থানা এলাকা ও বন্দর থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আনোয়ার ইসলাম সানিকে গ্রেপ্তার করেন এবং তার স্বীকারোক্তি মতে জিনিসপত্র হাতিয়ে নেওয়া চক্রের ০৩(তিন) সদস্যকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডবলমুরিং মডেল থানা ও বন্দর থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় এবং প্রতারক চক্রের সদস্যদের নিকট হতে প্রতারণার মাধ্যমে নেওয়া নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আনোয়ার ইসলাম সানি (২৭), মোঃ আরাফাত (২৬) এবং আহমেদ উল্লাহ (২৩)। আসামীর বাসা হইতে ভিকটিমের ভ্যনিটি ব্যাগ নগদ ৬৫০০/-টাকা উদ্ধার করা হয়।

তাকে নিয়ে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপর দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক বিক্রয় ডটকম এর মাধ্যমে বিক্রয়কৃত মোবাইল ফোনটি চকবাজার থানাধীন গুলজার টাওয়ারের সামনে হতে রবিউল হোসেন হৃদয় এর নিকট হতে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়