শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ১২ দেশের ১৬ হাজার নাগরিক অবৈধভাবে বসবাস করছে

ইসমাঈল ইমু: [২] পুলিশ সদর দপ্তর সুত্র জানায়, অবৈধবাসে বসবাসকারীর মধ্যে ভারতীয় ১১,৭৫০ আর যুক্তরাষ্ট্রের ৫৮৮ জন। চীনের ৫৮৭ নাগরিক, দক্ষিন কোরিয়ার ৩৯২ জন নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন। এছাড়া, যুক্তরাজ্য বা ইংল্যান্ডের ২৬৬ জন অবৈধভাবে বসবাস করছেন।

[৩] উত্তর কোরিয়ার ১৯৮ জন নাগরিক ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করছে। আবার নেপালের ১৯৫ জন, কানাডার ১৬৪ জন, শ্রীলংকার ১২৫জন, অস্ট্রেলিয়ার ১১৫জন, ফিলিপাইনের ১১২জন ও রাশিয়ার ১০৬ জনসহ মোট ১৬ হাজার ৬৭জন নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন।

[৪] গোয়েন্দা সূত্র বলছে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশীর সংখ্যা এরচেয়ে অনেক বেশী। এসব বিদেশীরা করোনার মধ্যে নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপরাধের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এসব বিদেশী অপরাধীচক্র দেশীয় লোকজনের সহায়তায় হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

[৫] তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু রাজধানীতেই সহস্রাধিক অবৈধভাবে অবস্থানকারী বিদেশী নাগরিক প্রতারণা, ক্রেডিটকার্ড জালিয়াতি, জঙ্গী তৎপরতা, আদম পাচার, জাল ডলার ব্যবসা, মাদক পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। এসব বিদেশী অপরাধীরা ইন্টারনেটে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ই-মেইল, হোয়াটএ্যাপ, ম্যাসেঞ্জারসহ নানা ধরণের পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পেতে থাকে। আর তাদের সহযোগিতা করছেন বাংলাদেশেরই কতিপয় প্রতারক। সম্পাদনা: তাপসী রাবেয়া

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়