শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ ফোন, গভীর রাতে ইনহেলার নিয়ে হাজির পুলিশ

ডেস্ক রিপোর্ট: গভীর রাতে নীনক্ষেতের বাসায় অসুস্থ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। দেখা দেয় শ্বাসকষ্ট। পাশে থাকা তার সহপাঠী রাত তিনটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। কল পেয়ে ইনহেলার কিনে পৌঁছে দেয় রাজধানীর শাহবাগ থানা পুলিশ।

রবিবার বিকালে জাতীয় জরুরি সেবা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নীলক্ষেত এলাকার বাসিন্দা ওই শিক্ষার্থী ৯৯৯-কে জানান, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তারা কয়েকজন ছাত্রী দক্ষিণ নীলক্ষেত বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার একটি ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকেন। সেখানে তার এক সহপাঠী ছাত্রী ঠান্ডা ও এলার্জিজনিত সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার সহপাঠীর শ্বাসকষ্ট হচ্ছে, দ্রুত তাকে নেবুলাইজার বা ইনহেলার দেয়া দরকার। কিন্তু সেগুলো কিনে আনার মতো কোনো পুরুষ সেখানে নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জানান, গভীর রাতে তিনি নিজে বের হয়ে ওষুধ কিনে আনার সাহস করতে পারছেন না। কারণ গভীর রাতে ঢাকা মেডিকেল এলাকা ছাড়া অন্য এলাকায় ওষুধের দোকানগুলো বন্ধ থাকতে পারে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা সেলের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান পুলিশের মাধ্যমে তার সহপাঠীর জন্য ইনহেলার কিনে পাঠানোর জন্য।

পরে ৯৯৯ থেকে বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়। সংবাদ পেয়ে শাহবাগ থানার একটি দল ঢাকা মেডিকেল কলেজ এলাকার ওষুধের দোকান থেকে অসুস্থ ছাত্রীর জন্য ইনহেলার কিনে নিয়ে যান।

এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, ওষুধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকা গেলেও তিনি টহল গাড়িটি নিয়ে প্রবেশ করতে পারেননি। পরে তিনি প্রায় আধা কিলোমিটার হেঁটে অসুস্থ ছাত্রীর বাসা খুঁজে বের করে ইনহেলার পৌঁছে দেন।

পরবর্তী সময়ে জাতীয় জরুরি সেবা সেল থেকে পুলিশের সহায়তা চাওয়া শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে অসুস্থ ছাত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেয়া হয়। তিনি জানান, তার বান্ধবী ইনহেলার নেয়ার পর সুস্থ আছেন। এ সময় বিপদের মুহূর্তে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও শাহবাগ থানা পুলিশ সহযোগিতা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। - ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়