শিরোনাম
◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা  ◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিবিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

ইসমাঈল ইমু: [২] বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রোববার সকালে বিজিবি সদর দপ্তর, পিলখানাস্থ বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা’র প্রশিক্ষণ মাঠে বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান ১ম বিজিবি সদস্য হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

[৩] এ সময় বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, উর্ধ্বতন অফিসারবৃন্দ, সৈনিকবৃন্দ এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[৪] সরকারী পরিকল্পনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত ১২টি ধাপে প্রতিদিন সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত বিজিবিতে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য সদস্যদের মাঝে করোনা ভাইরাস এর ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে আজ ১ম ধাপে পোষাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জন বিজিবি সদস্যকে করোনা ভাইরাস এর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

[৫] পরবর্তীতে প্রতি কার্য দিবসে ৩০০ জন করে বিজিবি সদর দপ্তরসহ পিলখানাস্থ অন্যান্য ইউনিটের সর্বমোট আনুমানিক ৩৬০০ জনকে এই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

[৬] প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গাইডলাইন অক্ষরে অক্ষরে প্রতিপালন করে করোনাকালেও বিজিবি সদস্যরা রাত-দিন দেশের সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব পালন করে আসছে। করোনা স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের মাধ্যমে এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তুলনামূলকভাবে বিজিবি’তে সবচেয়ে কম সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়