শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিবিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

ইসমাঈল ইমু: [২] বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রোববার সকালে বিজিবি সদর দপ্তর, পিলখানাস্থ বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা’র প্রশিক্ষণ মাঠে বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান ১ম বিজিবি সদস্য হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

[৩] এ সময় বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, উর্ধ্বতন অফিসারবৃন্দ, সৈনিকবৃন্দ এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[৪] সরকারী পরিকল্পনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত ১২টি ধাপে প্রতিদিন সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত বিজিবিতে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য সদস্যদের মাঝে করোনা ভাইরাস এর ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে আজ ১ম ধাপে পোষাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জন বিজিবি সদস্যকে করোনা ভাইরাস এর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

[৫] পরবর্তীতে প্রতি কার্য দিবসে ৩০০ জন করে বিজিবি সদর দপ্তরসহ পিলখানাস্থ অন্যান্য ইউনিটের সর্বমোট আনুমানিক ৩৬০০ জনকে এই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

[৬] প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গাইডলাইন অক্ষরে অক্ষরে প্রতিপালন করে করোনাকালেও বিজিবি সদস্যরা রাত-দিন দেশের সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব পালন করে আসছে। করোনা স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের মাধ্যমে এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তুলনামূলকভাবে বিজিবি’তে সবচেয়ে কম সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়