শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গল গ্রহ অভিযানের প্রথম ছবি পাঠিয়েছে চীনের মহাকাশযান

লিহান লিমা: [২] চীনের মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ মঙ্গলের কক্ষপথের ২২ লক্ষ কিলোমিটার (১৪ লক্ষ মাইল) দূরত্বে থেকে মঙ্গলের ভূপৃষ্ঠের ‘স্কিয়াপ্যারেল্লি ক্রেটার’ (সুবিশাল গর্ত) আর গিরিখাতে ভরা এলাকা ‘ভ্যালেস মারিনেরিস’-এর কয়েকটি ছবি পাঠিয়েছে। গার্ডিয়ান

[৩]চীনের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তিয়ানওয়েন-১ এই মুহূর্তে মঙ্গলের কক্ষপথ থেকে ১১ লক্ষ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ১০ ফেব্রæয়ারি একটি ল্যান্ডার ও একটি রোভার নিয়ে তিয়ানওয়েন-১ মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে। আগামী মে মাসে মঙ্গলের ‘ইউটোপিয়া’ এলাকায় অবতরণ করবে ৫টন ওজনের তিয়ানওয়েন-১। এটি ৯০ মঙ্গল-মাস, অর্থাৎ পৃথিবীর হিসেবে তিন মাসেরও বেশি সময় মঙ্গলের ভূপৃষ্ঠের তথ্য ও নমুনা সংগ্রহ করবে।

[৪]গত জুনে চীনের অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর গবেষক বাও ওয়েইমিন বলেছিলেন , ‘অভিযানের কঠিনতম পর্ব হল মঙ্গলগ্রহে অবতরণ করা। রোভার বহনকারী ল্যান্ডারের গতি চার ধাপে মন্থর করা হবে। এই প্রক্রিয়া ৭-৮ মিনিট ধরে চলবে।’

[৫]মহাকাশে মঙ্গল অভিযান সবসময়ই চ্যালেঞ্জিং ছিলো। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও ভারতের কয়েকটি মঙ্গল অভিযান ব্যর্থ হয়। এর আগে ২০১১ সালে চীনের প্রথম মঙ্গল অভিযান ‘ইয়িংঘুও-১’ ব্যর্থ হয়েছিলো।

[৬]২০০৩ সালে সর্বপ্রথম মহাকাশে মহাকাশচারী পাঠায় চীন। ২০২২ সালে চীন পৃথিবীর কক্ষপথে তাদের স্পেস স্টেশনও গড়ে তুলতে যাচ্ছে। চাঁদেও ইতোমধ্যেই দুইটি রোভার অবতরণ করিয়েছে চীন। এর মধ্যে একটি চাঁদের বিরল পৃষ্ঠদিকে, যেখানে পূর্বে আর কোনো মহাকাশযান অবতরণ করে নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়