শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যান্সারের ইএক্সও-সিডি ২৪ নামের ওষুধ করোনা রোগীদের সুস্থ করছে ৫ দিনেই : ইসরাইলের গবেষণা

দেবদুলাল মুন্না:[২] ইসরাইলের ইচিলোভে অবস্থিত ইন্টিগ্রেটেড ক্যান্সার প্রিভেনশন সেন্টারের প্রফেসর নাদির আরবার আবিষ্কার করেছেন এই ওষুধ। তিনি গর্ভাশয়ের ক্যান্সার চিকিৎসায় একটি ওষুধ আবিষ্কারের জন্য অনেক বছর ধরে চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তা প্রয়োগ করা হয় করোনা রোগীদের ওপর এবং করোনা রোগীরা সুস্থ হয়ে উঠছেন বলে এ চিকিৎসকের দাবি। খবর , ডেইলি মেইল।

[৩] ইসরাইলের নতুন এক গবেষণায় বলা হয়েছে, ইএক্সও-সিডি২৪ নামের এই ওষুধটি তারা মাঝারি থেকে গুরুত্বর আক্রান্ত করোনা রোগীদের ওপর প্রয়োগ করেছিলেন। এতে দেখা গেছে ৩০ জন রোগীর মধ্যে ২৯ জনই ওষুধটি প্রয়োগের ৫ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।

[৪]ইসরাইলি মিডিয়ার বরাতে পলিটিকো জানায় , ৩০তম রোগীর করোনার লক্ষণ উন্নত হয়েছে। তবে এই পরীক্ষায় যে স্যাম্পল সাইজ বা নমুনাক্ষেত্র নেয়া হয়েছে তার পরিধি খুব ছোট। ফলে এর ওপর ভিত্তি করে এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে কোনো মূল্যায়ন করা যাচ্ছে না। এখনও এ পরীক্ষার ডাটা কোনো জার্নালে প্রকাশিত হয়নি। প্রফেসর আরবার বলেছেন, ইএক্সও-সিডি২৪ ওষুধটি প্রতি ৫ দিনে একবার নিতে হয়।

[৫]তবে এই ওষুধটি আসলে কতটা কার্যকর তা নিশ্চিত হওয়ার জন্য আরো পরীক্ষার প্রয়োজন আছে। এই ওষুধটি একটি ইনহেলার। তবে এটাকে কোনো প্লেসিবো’র সঙ্গে তুলনা করা হচ্ছে না। এর অর্থ হলো, বিজ্ঞানীরা এখনই বলছেন না যে, সুনির্দিষ্টভাবে এই ওষুধ দ্রæত সুস্থ করে তোলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়