শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যান্সারের ইএক্সও-সিডি ২৪ নামের ওষুধ করোনা রোগীদের সুস্থ করছে ৫ দিনেই : ইসরাইলের গবেষণা

দেবদুলাল মুন্না:[২] ইসরাইলের ইচিলোভে অবস্থিত ইন্টিগ্রেটেড ক্যান্সার প্রিভেনশন সেন্টারের প্রফেসর নাদির আরবার আবিষ্কার করেছেন এই ওষুধ। তিনি গর্ভাশয়ের ক্যান্সার চিকিৎসায় একটি ওষুধ আবিষ্কারের জন্য অনেক বছর ধরে চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তা প্রয়োগ করা হয় করোনা রোগীদের ওপর এবং করোনা রোগীরা সুস্থ হয়ে উঠছেন বলে এ চিকিৎসকের দাবি। খবর , ডেইলি মেইল।

[৩] ইসরাইলের নতুন এক গবেষণায় বলা হয়েছে, ইএক্সও-সিডি২৪ নামের এই ওষুধটি তারা মাঝারি থেকে গুরুত্বর আক্রান্ত করোনা রোগীদের ওপর প্রয়োগ করেছিলেন। এতে দেখা গেছে ৩০ জন রোগীর মধ্যে ২৯ জনই ওষুধটি প্রয়োগের ৫ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।

[৪]ইসরাইলি মিডিয়ার বরাতে পলিটিকো জানায় , ৩০তম রোগীর করোনার লক্ষণ উন্নত হয়েছে। তবে এই পরীক্ষায় যে স্যাম্পল সাইজ বা নমুনাক্ষেত্র নেয়া হয়েছে তার পরিধি খুব ছোট। ফলে এর ওপর ভিত্তি করে এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে কোনো মূল্যায়ন করা যাচ্ছে না। এখনও এ পরীক্ষার ডাটা কোনো জার্নালে প্রকাশিত হয়নি। প্রফেসর আরবার বলেছেন, ইএক্সও-সিডি২৪ ওষুধটি প্রতি ৫ দিনে একবার নিতে হয়।

[৫]তবে এই ওষুধটি আসলে কতটা কার্যকর তা নিশ্চিত হওয়ার জন্য আরো পরীক্ষার প্রয়োজন আছে। এই ওষুধটি একটি ইনহেলার। তবে এটাকে কোনো প্লেসিবো’র সঙ্গে তুলনা করা হচ্ছে না। এর অর্থ হলো, বিজ্ঞানীরা এখনই বলছেন না যে, সুনির্দিষ্টভাবে এই ওষুধ দ্রæত সুস্থ করে তোলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়