শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত

মোস্তাফিজুর রহমান:  রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারাপারের সময় বাসের ধাক্কায় সিদ্দিকুর রহমান নামে(৫৬) এক পথচারী নিহত হয়েছে। বৃহষ্পতিবার(৪জানুয়ারি) বিকাল পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী সিএনজি চালক সাইদুল ইসলাম জানান,সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী যাত্রীবাহী উৎসব পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন‌।

সত্যতা নিশ্চিত করেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই বিশ্বজিৎ সরকার তিনি বলেন,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস জব্দ চালক পলাতক রয়েছে। পরিবারে বরাত দিয়ে তিনি আরো জানান, সাইনবোর্ড এলাকায় নিহতের বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত খেতে সাইনবোর্ড এলাকায় আসছিলেন পরে দুর্ঘটনার শিকার হন। মৃত সিদ্দিকুর চাঁদপুর সদর থানার মৃত আমির খানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পরিবারের সাথে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। পেশায় সে ইলেকট্রিশিয়ান ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়