শিরোনাম
◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত

মোস্তাফিজুর রহমান:  রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারাপারের সময় বাসের ধাক্কায় সিদ্দিকুর রহমান নামে(৫৬) এক পথচারী নিহত হয়েছে। বৃহষ্পতিবার(৪জানুয়ারি) বিকাল পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী সিএনজি চালক সাইদুল ইসলাম জানান,সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী যাত্রীবাহী উৎসব পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন‌।

সত্যতা নিশ্চিত করেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই বিশ্বজিৎ সরকার তিনি বলেন,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস জব্দ চালক পলাতক রয়েছে। পরিবারে বরাত দিয়ে তিনি আরো জানান, সাইনবোর্ড এলাকায় নিহতের বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত খেতে সাইনবোর্ড এলাকায় আসছিলেন পরে দুর্ঘটনার শিকার হন। মৃত সিদ্দিকুর চাঁদপুর সদর থানার মৃত আমির খানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পরিবারের সাথে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। পেশায় সে ইলেকট্রিশিয়ান ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়