শিরোনাম
◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত

মোস্তাফিজুর রহমান:  রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারাপারের সময় বাসের ধাক্কায় সিদ্দিকুর রহমান নামে(৫৬) এক পথচারী নিহত হয়েছে। বৃহষ্পতিবার(৪জানুয়ারি) বিকাল পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী সিএনজি চালক সাইদুল ইসলাম জানান,সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী যাত্রীবাহী উৎসব পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন‌।

সত্যতা নিশ্চিত করেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই বিশ্বজিৎ সরকার তিনি বলেন,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস জব্দ চালক পলাতক রয়েছে। পরিবারে বরাত দিয়ে তিনি আরো জানান, সাইনবোর্ড এলাকায় নিহতের বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত খেতে সাইনবোর্ড এলাকায় আসছিলেন পরে দুর্ঘটনার শিকার হন। মৃত সিদ্দিকুর চাঁদপুর সদর থানার মৃত আমির খানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পরিবারের সাথে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। পেশায় সে ইলেকট্রিশিয়ান ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়