শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরু ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: [২] মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে খুলনা জেলায় আগামী ১২, ১৩, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে ম্যারাথন অনুষ্ঠিত হবে।

[৩] এ বিষয়ে বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

[৪] সভায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খুলনা জেলা পর্যায়ে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টায় নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদিস পার্কে এসে শেষ হবে। ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত পাঁচ কিলোমিটার দূরত্বসীমার ম্যারাথনে অংশ নিতে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অংশগ্রহণকারীর নাম, ই-মেইল ঠিকানাসহ বিস্তারিত তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ম্যারাথনে সব বয়সের মানুষ অংশ নিতে পারবেন।

[৫] সভায় বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. সাজিদ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়