শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাকিম কর্ণওয়েল একাই করলেন ৫ জনের বোলিং

মাহিন সরকার: [২] চট্টগ্রামে বুধবার ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪৩০ রানে অল-আউট হয়েছে। টাইগাররা ব্যাটিং করেছে ১৫০.২ ওভার। এর মাঝে ৪২.২ ওভার বোলিং করেছেন এমন একজন; ক্রিকেটবিশ্ব যাকে দানবীয় ক্রিকেটার হিসেবে চেনে। তিনি রাকিম কর্নওয়াল।

[৩] ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার। কর্নওয়ালকে নিয়ে তাই চারদিকে বাড়তি আগ্রহ, কৌতূহল, বিস্ময় এবং আলোচনা। কর্নওয়ালের ওজন ১৪০ কেজি। এত ওভার বল করে ইকনোমি মাত্র ২.৬৯, উইকেট নিয়েছেন ২টি। ওয়ানডে ক্রিকেটে একজন ক্রিকেটার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারেন। সে হিসেবে তিনি একাই ৫ জন বোলারের বল করলেন।

[৪] টাইগারদের প্রথম ইনিংসে অবশ্য তার চেয়েও বেশি ওভার বল করে সাফল্য পেয়েছেন জোমেল ওয়ারিক্যান। ৪৮ ওভারে ১৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু বিস্ময়ের জন্ম দিয়ে যাচ্ছেন কর্নওয়াল। তিনি প্রমাণ করে দিচ্ছেন, ক্রিকেটের ফিটনেস সম্পূর্ণ আলাদা বিষয়।

[৫] পেশিবহুল শরীর হলেই যে কোনো ক্রিকেটার ফিট হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। কর্নওয়ালের এই ফিটনেস কিন্তু গত কিছুদিনে হয়েছে তা নয়। অভিষেক টেস্টে তিনি ৬৪ ওভার বোলিং করেছেন। দ্বিতীয় টেস্টে করেছেন ৪৩ ওভার। তৃতীয় টেস্টে ৪৬ ওভার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫ ম্যাচে গড়ে প্রতি ম্যাচে ৪০ ওভারের বেশি বোলিং করে আসছেন।

[৬] ৬৫ ফার্স্টক্লাস ম্যাচে উইকেট নিয়েছেন ৩১০টি। চলতি ম্যাচ ছাড়া ৩ টেস্টে নিয়েছেন ১৩ উইকেট। তার বোলিং দেখে ২০১৬ সালে বিরাট কোহলি একবার নেটে ডেকে নিয়েছিলেন। কর্নওয়ালের বিপক্ষে কয়েকঘণ্টা ব্যাট করেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়