শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাকিম কর্ণওয়েল একাই করলেন ৫ জনের বোলিং

মাহিন সরকার: [২] চট্টগ্রামে বুধবার ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪৩০ রানে অল-আউট হয়েছে। টাইগাররা ব্যাটিং করেছে ১৫০.২ ওভার। এর মাঝে ৪২.২ ওভার বোলিং করেছেন এমন একজন; ক্রিকেটবিশ্ব যাকে দানবীয় ক্রিকেটার হিসেবে চেনে। তিনি রাকিম কর্নওয়াল।

[৩] ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার। কর্নওয়ালকে নিয়ে তাই চারদিকে বাড়তি আগ্রহ, কৌতূহল, বিস্ময় এবং আলোচনা। কর্নওয়ালের ওজন ১৪০ কেজি। এত ওভার বল করে ইকনোমি মাত্র ২.৬৯, উইকেট নিয়েছেন ২টি। ওয়ানডে ক্রিকেটে একজন ক্রিকেটার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারেন। সে হিসেবে তিনি একাই ৫ জন বোলারের বল করলেন।

[৪] টাইগারদের প্রথম ইনিংসে অবশ্য তার চেয়েও বেশি ওভার বল করে সাফল্য পেয়েছেন জোমেল ওয়ারিক্যান। ৪৮ ওভারে ১৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু বিস্ময়ের জন্ম দিয়ে যাচ্ছেন কর্নওয়াল। তিনি প্রমাণ করে দিচ্ছেন, ক্রিকেটের ফিটনেস সম্পূর্ণ আলাদা বিষয়।

[৫] পেশিবহুল শরীর হলেই যে কোনো ক্রিকেটার ফিট হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। কর্নওয়ালের এই ফিটনেস কিন্তু গত কিছুদিনে হয়েছে তা নয়। অভিষেক টেস্টে তিনি ৬৪ ওভার বোলিং করেছেন। দ্বিতীয় টেস্টে করেছেন ৪৩ ওভার। তৃতীয় টেস্টে ৪৬ ওভার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫ ম্যাচে গড়ে প্রতি ম্যাচে ৪০ ওভারের বেশি বোলিং করে আসছেন।

[৬] ৬৫ ফার্স্টক্লাস ম্যাচে উইকেট নিয়েছেন ৩১০টি। চলতি ম্যাচ ছাড়া ৩ টেস্টে নিয়েছেন ১৩ উইকেট। তার বোলিং দেখে ২০১৬ সালে বিরাট কোহলি একবার নেটে ডেকে নিয়েছিলেন। কর্নওয়ালের বিপক্ষে কয়েকঘণ্টা ব্যাট করেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়