রাশিদুল ইসলাম : [২] কোভিড মোকাবেলায় জরুরি সহায়তা হিসেবে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফ এ অর্থ দেয়। আইএমএফ’এর মুখপাত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। স্পুটনিক
[৩] আইএমএফ’র জরুরি সহায়তা পাওয়ার পরদিন দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতি হয়েছে এই অভিযোগ তুলে অভ্যুত্থান করে বসে।
[৪] তবে রয়টার্স আইএমএফ’র একটি ঘনিষ্ট সূত্র উল্লেখ করে বলেছেন ওই অর্থ সহায়তা প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছে আইএমএফ।
[৫] অভ্যুত্থানের আগে আইএমএফ অবশ্য বলেছিল কোভিড মহামারী মোকাবেলায় জরুরি ভারসাম্য রক্ষায় বিশেষত মিয়ানমারের ক্ষতিগ্রস্ত খাত ও দুর্বল গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে সামষ্টিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এ অর্থ ব্যবহার করা হবে।
[৬] আইএমএফ’এর মুখপাত্র বলেন মিয়ানমারের অভ্যুত্থানে তারা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির অর্থনীতি ও জনগণের জন্যে সেনাবাহিনীর ক্ষমতা দখল বিরুপ প্রতিক্রিয়া ফেলবে বলেও মনে করে আইএমএফ।