আসিফুজ্জামান পৃথিল: [৩] এই গবেষণাগার থেকে ঠিক কি পাওয়া গেছে তা স্পষ্ট করেনি গবেষকদল। এই দল গত সপ্তাহ থেকে উহানে নিজেদের কাজ শুরু করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছিলেন, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে। সিএনএন
[৪] এই ইন্সটিটিউটে সাধারণত বাদুরের শরিরে থাকা ভাইরাস নিয়ে গবেষণা করা হয়। এ কারণে ট্রাম্প ছাড়াও অনেকেই মনে করেন, অসাবধানতাবসত এই ল্যাব থেকে ভাইরাস ছড়িয়ে থাকতেই পারে। এই ল্যাবটি চীনা কেন্দ্রীয় সরকারের চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এর অধীনে। এবং এতে লেভেল-৪ এর বায়োসেফটি রয়েছে। এনপিআর
[৫] এই ধরনের ল্যাবগেিলা পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্যাথোজেন গবেষণার জন্য তৈরি করা হয়। বিশেষত যেগুলোর খুব বেশি সংক্রমণ ঝুঁকি রয়েছে। এগুলো খুব বেশি প্রাণঘাতি, এবং সাধারণত কোনও চিকিৎসা নেই। এর প্রকৃষ্ট উদাহরণ করোনাভাইরাস।