স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ থাকা ভারতের জয়ের শতকরা হার ৭১.৭ শতাংশ। নিউজিল্যান্ড ৭০ শতাংশ, অস্ট্রেলিয়া ৬৯.২ শতাংশ, ইংল্যান্ড ৬৮.৭ শতাংশ। কিন্তু ভারতের চেয়ে জয়ের শতকরা কম হলেও প্রথম দল হিসেবে ফাইনালে উঠল নিউজিল্যান্ড।
[৩] দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবগুলো ম্যাচই খেলে ফেলেছে। ৭০ শতাংশ জয়ের হার নিয়ে কেইন উইলিয়ামসনরা ফাইনালে নিশ্চিত করল।
[৪] কিউইদের অপেক্ষা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে। কিন্তু কোভিড-১৯ এর কারণে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর তাতেই কপাল খুলে গেল কিউইদের।
[৫] এদিকে, সফর বাতিল করে ফাইনালের দৌড় থেকেও ছিটকে গেল অজিরা। এখন ফাইনালের দৌড়ে থাকল ইংল্যান্ড ও ভারত। ফাইনাল নিশ্চিত করতে ভারতের সমীকরণই বেশি সহজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতলেই বিরাট কোহলিরা নিশ্চিত করবেন ফাইনাল।
[৬] আর ইংল্যান্ডের কাছে ভারত যদি নিজেদের মাঠে ৪-০ বা ৩-০ ব্যবধানে হেরে যায় তাহলে আর তাদের কোন সুযোগ থাকবে না। তাদের টপকে ফাইনাল নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড।
[৭] ইংল্যান্ড আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। তাদের ফাইনালে যাওয়ার পথ সবচেয়ে কঠিন। শক্তিশালী ভারতকে টপকে যেতে হলে ৩-০ বা ৪-০ ব্যবধানে সিরিজ জেতা লাগবে তাদের। সিরিজ হারলে বিদায় নিশ্চিত। এ ছাড়া বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের খেলা থাকলেও ফাইনালে যাওয়ার কোন সম্ভাবনাই নেই তাদের। - ক্রিকইনফো