শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার দাবিতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন

শরীফ শাওন: [২] সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছে বিভিন্ন পলিটেকনিলের শিক্ষার্থীরা। করোনায় শিক্ষার ক্ষতি পোষাতে সেখানে তারা চার দফা দাবি জানিয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সরে যান।

[৩] শিক্ষার্থীরা বলেন, করোনায় দেশজুড়ে শিক্ষার্থী ও পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ফলে সেমিস্টার ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব হয়ে পড়েছে। আর্থিক সংকটে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। প্রায় ১ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস ও পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা ২ সেমিস্টার পিছিয়েছে।

[৪] তারা বলেন, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, সহিংসতা নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে সারাদিন কর্মসূচি পালন করবো।

[৫] দাবিগুলো হলো: এক বছরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া; প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস শুরু এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া; সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করা ও প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা; এবং ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করে তা চলতি বছরের মধ্যে কার্যকর করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়