শিরোনাম
◈ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত ◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আহো ভাতিজা আহো’, ‘সানডে মানডে ক্লোজড কইরা দিমু’

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল— সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদও প্রকাশ হয়েছে। তবে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতার শিক্ষক হওয়ার খবরটি সঠিক নয় বলে জানা গেছে।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং তা নিয়ে  ব্যাপকহারে ট্রলিং ও হাস্যরসাত্মকমূলক পোস্ট করা হচ্ছে । এমনি একটি হাস্যরসাত্মক পোস্ট আমাদেরসময়.কমের পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

ধরা যাক, ডিপজল একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। তিনি মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে সিনেমা ম্যানেজমেন্ট সাবজেক্টের উপর ক্লাস নিবেন। দেখা যাক, প্রথমদিন তার ক্লাস কেমন হতে পারে।
ক্লাসরুমে প্রবেশের মুহূর্তে,
ডিপজল:- ওই ফকুন্নির পোলারা, খাঁড়াইয়া সালাম দিবো ক্যাডা?
শিক্ষার্থীরা:- আসসালামু আলাইকুম।
ডিপজল:- অলাইকুম সালাম। বয়।
শিক্ষার্থীরা:- স্যার, আপনার পরিচয়?

ডিপজল:- আমার আসল পরিচয় পাইলে তোরা খাড়াইয়া মুইতা দিবি। বহনের টাইম পাবি না।
শিক্ষার্থীরা:- স্যার, আপনি কোন কোন দিন ক্লাস নিবেন?
ডিপজল:- আমি সানডে মানডে ক্লোজ করছি, জানোস না? মঙ্গল, বুধ, বিষ্যুদবার ক্লাস লমু।
৫ মিনিট পর,
এক শিক্ষার্থী:- May I come in, sir?
ডিপজল:- ওলেলেলে! এ তো দেহি ইংরিজি মারায়। বেশি ইংরিজি কইলে তোরে ওয়ান টুতে খালাস কইরা দিমু।
১৫ মিনিট পর,
আরেক শিক্ষার্থী:- স্যার আসবো?

ডিপজল:- আহো ভাতিজা, আহো। দেখছোনি, তোমার জন্য কতবড় হুগলিটা রাইখা দিছি? আর এইটা? আরেকবার লেইট কইরা আইলে এইটা তোমার পা** মধ্যে ভইরা দিমু।
শিক্ষার্থী:- স্যার, আপনি কি নতুন শিক্ষক?

ডিপজল:- দাচোকাবো কয় কী!😳 আমি সানডে মানডে ক্লোজ করছি, ওয়ান টুতে খালাস করছি, সিস্টেম চালু কইরা দিয়া আইজ এই জায়গায় খাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে। আইজকা তোরে গান শুনামু, সুরে। ওই ফকিন্নির পোলা এদিক আয়। ঝোলাটার মইধ্যে থিকা চুলকানির মলমটা বাইর কইরা দে।
এক শিক্ষার্থী:- স্যার, বই থেকে এই লাইনটা বুঝিনি।
ডিপজল:- পড়া বোজো না? দু* খাও?
এক ছাত্রী:- স্যার, আমিও লাইনটা বুঝিনি।

ডিপজল:- ঐ চান্দু, তোরে আইজকা আমি পড়া শিখামু। আয় যাইগা পাটক্ষেতে। যাবি আমার লগে?
ক্লাস শেষে,
ডিপজল:- ওই ফকুন্নির পোলারা, কাইলকা ঠিকমতোন পড়া কইরা আবি। নাইলে সবকয়টারে ধইরা সীল মাইরা দিমু!
কালেক্টেড

  • সর্বশেষ
  • জনপ্রিয়