শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৪:০০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজাদ রহমান স্মরণে শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

আবু সুফিয়ান রতন: বাংলা খেয়ালের উদ্যোক্তা ও কিংবদন্তী সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমানকে স্মরণ করে ৮ম বারের মতো শুরু হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব-২০২১’। এবারের আসর ৩১ জানুয়ারি বিকেল ৫.২০ মিনিট থেকে শুরু হয়ে চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

বাংলা খেয়াল উৎসব নিয়ে তেজগাঁও চ্যানেল আই ভবনে শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা-প্রধান শাইখ সিরাজ, সংগীত ব্যক্তিত্ব ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. অসীত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিণী সেলিনা আজাদ, অধ্যাপক ড. নাশিদ কামাল. অনীল কুমার সাহা প্রমুখ।

এ সময় শাইখ সিরাজ বলেন, এবারের আয়োজনটি অন্য যেকোনো বছরের তুলনায় একটু ভিন্ন। এবছর করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন যাত্রায় যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমন গত এক বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি। যাদের অন্যতম একজন হলেন এই বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমান। এ বছর তার স্মরণেই সকল শিল্পী ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোক্তাদের নিয়ে শুরু হবে আসরটি। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

গেল বছর প্রয়াত হন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান। তাকে স্মরণ করেই অষ্টম বারের মতো এবার শুরু হতে যাচ্ছে বাংলা খেয়াল উৎসবের এবারের আসর। তার হাত ধরেই চ্যানেল আইয়ে প্রথমবার শুরু হয়েছিলো বাংলা খেয়াল উৎসবের আসর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়