শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৪:০০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজাদ রহমান স্মরণে শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

আবু সুফিয়ান রতন: বাংলা খেয়ালের উদ্যোক্তা ও কিংবদন্তী সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমানকে স্মরণ করে ৮ম বারের মতো শুরু হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব-২০২১’। এবারের আসর ৩১ জানুয়ারি বিকেল ৫.২০ মিনিট থেকে শুরু হয়ে চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

বাংলা খেয়াল উৎসব নিয়ে তেজগাঁও চ্যানেল আই ভবনে শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা-প্রধান শাইখ সিরাজ, সংগীত ব্যক্তিত্ব ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. অসীত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিণী সেলিনা আজাদ, অধ্যাপক ড. নাশিদ কামাল. অনীল কুমার সাহা প্রমুখ।

এ সময় শাইখ সিরাজ বলেন, এবারের আয়োজনটি অন্য যেকোনো বছরের তুলনায় একটু ভিন্ন। এবছর করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন যাত্রায় যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমন গত এক বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি। যাদের অন্যতম একজন হলেন এই বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমান। এ বছর তার স্মরণেই সকল শিল্পী ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোক্তাদের নিয়ে শুরু হবে আসরটি। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

গেল বছর প্রয়াত হন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান। তাকে স্মরণ করেই অষ্টম বারের মতো এবার শুরু হতে যাচ্ছে বাংলা খেয়াল উৎসবের এবারের আসর। তার হাত ধরেই চ্যানেল আইয়ে প্রথমবার শুরু হয়েছিলো বাংলা খেয়াল উৎসবের আসর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়