শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধিতে সৌদি আরবে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [২] মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেছেন লোহিত সাগরে সৌদি বন্দর ও দেশটির সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকো’র তেল ক্ষেত্রে হামলার প্রেক্ষিতে সেনা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে সেনা ছাড়াও অস্ত্র-সরঞ্জাম সরবরাহ বাড়বে। প্রেসটিভি

[৩] ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের যুদ্ধের কারণে হুথি যোদ্ধাদের আক্রমণ রিয়াদে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি হামলা করেছে হুথিরা। আরামকো দিনে সৌদি আরবের অর্ধেক ও বিশ্ব চাহিদার ৫ শতাংশ তেল উৎপাদন করে।

[৪] তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এধরনের হামলার জন্যে ইরানকে দায়ী করলেও ইয়েমেনের হুথিরা স্বীকার করছে তারা রিয়াদে হামলা চালাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন তদন্তে সৌদি আরবে হামলার ক্ষেত্রে ইরানকে দায়ী করার অভিযোগ প্রমাণ হয়নি।

[৫] ক্যাপ্টেন বিল আরবান বলছেন সৌদিতে মার্কিন সেনা বৃদ্ধি বিচক্ষণ সামরিক পরিকল্পনার অংশ যা কোনো ধরনের অস্থিরতার ক্ষেত্রে সাময়িক বা দেশটির সঙ্গে চুক্তি অনুযায়ী পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়। যা কোনোভাবেই উস্কানিমূলক নয়।

[৬] সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন বাবদ রিয়াদকে ৫শ মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে।

[৭] একই সঙ্গে সৌদি চাপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ১৫ হাজার নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে ইরানের ওপর সামরিক উস্কানি অব্যাহত ছিল।

[৮] বর্তমানে সৌদি আরবে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। রিয়াদের দক্ষিণপূর্বে মার্কিন ঘাঁটিতে রয়েছে জঙ্গি বিমান ও প্যাট্রিয়ট মিসাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়