শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি ব্যক্তি হিসাবে নম্র, তবে ঘৃণিত ফুটবলার, ভবিষ্যতে এমনটাই থাকবো, বললেন জরদি আলবা

স্পোর্টস ডেস্ক: [২] সম্প্রতি এক সাক্ষাতকারে বার্সেলোনার তারকা জরদি আলবা বলেছেন, এটা সত্য মানুষ আমাকে ফুটবলের মাধ্যমেই চেনে। তবে আমিই সবচেয়ে ঘৃণিত ফুটবলার। এটা স্পষ্ট।

[৩] ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আক্রমণাত্মক ট্যাকেলের জন্য পরিচিত। কাতালানদের জার্সিতে অর্ধশতাধিক হলুদ কার্ড খাওয়ার রেকর্ড রয়েছে তার নামের সঙ্গে। স্পেন জাতীয় দলের এই তারকা বলেন, এটাই আমার খেলার কৌশল। আমাকে খেলা শেখানো হয়েছে এই কায়দাতেই। এটাই আমি। ভবিষ্যতে এমনটাই থাকবো।

[৪] যদিও আলবার দাবি ব্যক্তি হিসেবে তিনি যথেষ্ট নম্র। ‘কাছের মানুষরা জানানে কতটা নম্র ব্যক্তিত্ব আমার। তবে খেলোয়াড়, মানুষ আর সতীর্থ আলবা সম্পূর্ণ আলাদা। আমি এটা জানি যেভাবে আমি খেলি সেটা অনেক আক্রমণাত্মক। তার জন্যই যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না তারা সবাই আমাকে ঘৃণা করে।

[৫] ভ্যালেন্সিয়া, জিমন্যাস্টিকের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে আলবার। ২০১২ সালে যোগ দেন বার্সেলোনায়। প্রায় একযুগ ধরে বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন তিনি। নিজেদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালোই রয়েছে বলে জানিয়েছেন আলবা।

[৬] তিনি বলেন, আমি আর মেসি দুজনই নিজেদের দিকে তাকাই। তাকে বল দিলেই কিছু একটা বিপজ্জনক হবে, সেটা ভালো করেই জানা আছে। তাই চেষ্টা করি সব সময় তাকেই বল দিতে। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়