মাহামুদুল পরশ: [২]প্রজাতন্ত্র দিবসে বীরভূম জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তোলন এর কিছুক্ষন পর দিলীপ সহ উপস্থিত সবাই লক্ষ্যন করে জাতীয় পতাকা উল্টা করে উত্তোলিত হয়েছে। তাৎক্ষনিক নিজ হাতেই পতাকা ঠিক করে নেন দিলীপ।আনন্দবাজার
[৩]এ বিষয়ে তার সাথে যযোগাযোগ করা হলে তিনি বলেন এটি একটি অনাকাঙ্খিত ঘটনা।পতাকা উত্তোলন এর সময় তা ঠিক আছে কি না, যাচাই করেন নি তিনি। তবে জাতীয় পতাকাকে অসম্মান করা উপস্থিত কারো উদ্দেশ্য ছিলো না।পরবর্তীতে দায়িত্বরত সকলকে এ বিষয়ে আগামিতে সতর্ক থাকার জন্য বলেছেন বলে জানান তিনি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল