শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:১৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রসহ ৬ দেশে কোভিড আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে

দেবদুলাল মুন্না: [২] কোভিড-১৯ এর উপসর্গ দেয়া যাওয়ার পর এবং পজিটিভ শনাক্ত হওয়ার পর সুস্থ হওয়ার আগ পর্যন্ত আইসোলেশনে না থাকলে আক্রান্ত ব্যক্তির দ্বারা দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারার কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কাজের জন্য বাইরে বেরুতে না হয়। এ ছয়টি দেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র, জার্মানী, সুইডেন, পর্তুগাল, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্র। খবর বিবিসি ও পলিটিকো

[৩] যুক্তরাষ্ট্র গত বছর মার্চ থেকে কিছু চাকরিজীবী আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকতে বাধ্য হলে বা সরকারের জারিকৃত লকডাউনের মধ্যে ১৪ দিন পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হয়। এ পরিকল্পনা আবারও নবায়নের কাজ করছেন জো বাইডেন।

[৪] জার্মানিতে আক্রান্ত যেসব রোগীকে ৬ সপ্তাহ পর্যন্ত তাদের সম্পূর্ণ বেতন দেয়া হয় ক্ষতিপূরণ হিসেবে। তার নিয়োগকারীই তাকে এ অর্থ দেবেন, পরবর্তীতে সরকারের কাছ থেকে সমপরিমাণ অর্থ বুঝে নেবেন নিয়োগকারী।

[৫] সুইডেনে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনের সময় তাদের মূল বেতনের ৮০ শতাংশ ক্ষতিপূরণ দেয়া হয়।

[৬] পর্তুগালে শুধু আক্রান্ত ব্যক্তিই নয়, যারা কোনো আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসেছেন এবং আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিরাও ১৪ দিন আইসোলেশনে থাকার জন্য তাদেরকে তাদের মূল বেতনের শতভাগ অর্থ দেয়া হয়।

[৭] স্লোভেনিয়ায় আক্রান্তের পরিস্থিতি বিবেচনায় তাকে তার মূল বেতনের ৮০ শতাংশ থেকে পুরো বেতনই ক্ষতিপূরণ হিসেবে দেয়া হচ্ছে।

[৮] চেক রিপাবলিকে আক্রান্ত ব্যক্তিদের জন্য দুটি উপায় আছে, হয় বাসা থেকে কাজ করা, অথবা ১০দিনের জন্য ছুটি নিয়ে ৬০ শতাংশ বেতন নেয়া।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়