শিরোনাম
◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:২০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিক নির্বাচনকে কেন্দ্র করে ৫দিনের জন্য বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

রিয়াজুর রহমান: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে ৫ দিনের জন্য বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ জানুয়ারি ভোর ৬ টার আগেই ৪২৭৭টি বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নকিব হাসান তরফদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

তবে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি দফতর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাগুলোতে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে না।

আদেশে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ ও বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী সরকার এ আদেশ জারি করেছে। যেটি আগামী ২৫ জানুয়ারি ভোর ৬ টা থেকে ২৯ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত কার্যকর থাকবে। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়