শরীফ শাওন: [২] এইচএসসি’র সিলেবাস সংক্ষিপ্তকরণ ২৬ জানুয়ারির মধ্যে শেষ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস পাঠানো হয়েছে গত রোববার, বললেন জাতীয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সদস্য প্রফেসর মশিউজ্জামান।
[৩] তিনি বলেন, আলাদা ভাবে প্রতিটি বিষয় বিবেচনা করে পাঠ্যপুস্তকের কন্টেন্ট কমানো হয়েছে। কিছু কন্টেন্ট আছে যেগুলো না শিখলে পরবর্তী ক্লাসে বুঝতে সমস্যা হবে, আবার কিছু আছে যেগুলো পরবর্তীতে শেখার সুযোগ থাকবে না। বিশেষ পরিস্থিতি বিবেচনায় যেসকল কন্টেন্ট বাদ দিলে শিক্ষার্থীরা কম ক্ষতিগ্রস্ত হবে এসকল বিষয়কে প্রাধান্য দিয়ে সিলেবাস তৈরি করা হয়েছে।