শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আগে যে এফডিসিকে দেখেছি, সেটাই মাথায় থাকুক’

ইমরুল শাহেদ: প্রচণ্ড অভিমান নিয়েই এ কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। তিনি এফডিসির ভেতরের ভাঙচুর নিয়ে কথা বলছিলেন। এই প্রতিষ্ঠানটির তিন ও চার নাম্বার ফ্লোর ভেঙ্গে ফেলা হয়েছে। সেখানে নির্মিত হচ্ছে শপিং মল। তাতে দুটি ফ্লোর এবং সিনেপ্লেক্সও থাকবে। এ দুটি ফ্লোর ঘিরে পুরনো তারকাদের অনেক স্মৃতি জড়িত। ফ্লোর দুটি ভেঙ্গে ফেলার কিছুদিন আগেও ববিতা চার নাম্বার ফ্লোরে কাজ করে গেছেন। ববিতার ক্যারিয়ারও শুরু হয়েছে ঘুরেফিরে এসব ফ্লোরগুলো থেকেই।

তিনি বলেন, ‘এসব ভাঙচুরের মধ্যে আর যেতে চাই না।’ তাহলে ববিতা কি ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছেন? সে রকম কিছু নয়। এ দুটি ফ্লোর ভাঙ্গা নিয়ে তার মধ্যে কাজ করছে প্রচণ্ড একটা আবেগ, ক্ষোভ এবং অভিমান। তিনি বলেছেন, ছবিতে কাজ করতে গেলে এফডিসিতেই করতে হবে এমন কোনো কথা নেই। তবে সেই রকম চ্যালেঞ্জিং চরিত্র পেলেই কাজ করব। কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে নতুন ছবি নিয়ে। তাদের কাছে ছবির পান্ডুলিপি চেয়েছি। গল্প এবং চরিত্র ভালো লাগলে অবশ্যই করব। তবে পরিস্থিতি বুঝে। করোনার মধ্যে আমি এমনিতেই ঘর থেকে বের হই না। যখন বুঝব কাজ করতে গেলে আমাকে সংক্রমিত হতে হবে না। তখন আমি কাজ করতে বের হব।’

ববিতার চলচ্চিত্র জীবন শুরু হয় বড়বোন সুচন্দার অনুপ্রেরণায়। বড়বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে কিশোরী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিলো ‘সুবর্ণা’। তিনি কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন সে সময়। জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম "ববিতা" হয়ে যায়। ১৯৬৯ সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়