শাহীন খন্দকার: [২] আগামীকাল শনিবার,২৩জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগর জাতীয় তরুণ পাটি উত্তর-এর প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন-এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
[৩] সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করবেন তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মৃধা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান।
[৪] ঢাকা মহানগর উত্তর-এর জাতীয় তরুণ পার্টি আহবায়ক কে.এম সুজন-এর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করবেন সদস্য সচিব মোহাম্মদ শেখ কামাল উদ্দিন স্বরণ। এই অনুষ্ঠান সর্ম্পকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি -২ খন্দকার দেলোয়ার জালালী ।