নিজস্ব প্রতিবেদক : [২]ওয়েস্ট উইন্ডিজ দলকে মোটেও দুর্বল ভাবতে নারাজ প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তার মতে দল ভালো করছে না বলেই তারা নতুন দল পাঠিয়েছে। যে দলই পাঠাক না কেন, ওয়েস্ট ইন্ডিজকে শ্রদ্ধা করে বাংলাদেশ।
[৩] ম্যাচ পরবর্তী আলাপকালে গণমাধ্যমকে সাকিব বলেন, আমরা যেমন ওয়ানডে খেলছি, ওরাও খেলছে। ওয়েস্ট ইন্ডিজের যে দলের কথা বলছেন, সেখানকার ৭-৮ জন খেলোয়াড় মূল দলে খেলেছে। ওদের মূল দলকে আমরা বিশ্বকাপে হারিয়েছি, এখানে হারিয়েছি, ওদের দেশেও হারিয়েছি। ওরা ভালো করছে না দেখেই হয়ত এই দল পাঠিয়েছে যাতে করে ভালো রেজাল্ট যদি করা যায়।
[৪] সাকিব আরো বলেন, আমরা সবসময় ওয়েস্ট ইন্ডিজকে শ্রদ্ধা করি, যে দল এসেছে। তাদের অনেক ভালো খেলার সামর্থ্য আছে। আজকে উইকেট দুই দলের জন্যই কঠিন ছিল। আমাদের অভিজ্ঞতার কারণে হয়ত একটু বেশি ভালো খেলেছি। তার মানে এই না পরের দুই ম্যাচেও খুব আরামে জিতে যাব। অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।