মাসুদ আলম : [২] আজ বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল প্যান্ট ও শার্ট। এ ঘটনায় চালক ও পিকআপ আটক করা হয়েছে।
[৩] ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, সকালে বেরিবাঁধ এলাকার রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি আহত হন। পরে পিকআপ ভ্যানচালক রাকিব ওই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।