শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিলারি ক্লিনটনের দাবি, ক্যাপিটলে হামলার সময় পুতিনের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প

দেবদুলাল মুন্না: [২] যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার পরপরই নিজের পডকাস্টে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির যেসব কথা বলেছিলেন সেসব গতকাল মঙ্গলবার টুইটে জানানো তথ্য আরও বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হয়তোবা ট্রাম্পের কাছে থেকে হামলার সর্বশেষ খবরও পাচ্ছিলেন। খবর, ডেইলি মেইল।

[৩] 'ইউ এন্ড মি বোথ' নামের পডকাস্টে হিলারি পেলোসিকে বলেন তিনি ট্রাম্পের ফোন রেকর্ড পেতে আগ্রহী। হিলারি বলেন, ট্রাম্প গণতন্ত্রকে অবজ্ঞা করেন। তার অন্য এজেন্ডাও ছিল। আশা করি একদিন জানা যাবে তিনি কার হয়ে কাজ করতেন, তার দড়িটা কোথায় বাঁধা ছিল।

[৪] হিলারি টুইটে লেখেন, পুতিনের সাথে ট্রাম্পের ঠিক কি সম্পর্ক তা নির্ধারণের জন্য কংগ্রেসের উচিত নাইন ইলিভেন কমিশনের মতো একটি তদন্তকারী দল প্রতিষ্ঠা করা এবং আসল রহস্য উন্মোচন করা। যাতে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার যে ক্ষতি হয়ে গেছে তা ঠিক করতে পারি এবং কারো পুতুলকে পুনরায় প্রেসিডেন্টের পদ দখল করা থেকে বিরত রাখতে পারি।

[৫] পুতিন-ট্রাম্প সম্পর্ক নির্ধারণে তদন্ত কমিশনের প্রস্তাবে একাত্মতা পোষণ করে পেলোসি হিলারির জবাবে জানান, তিনি নিজেও ট্রাম্পকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন এই বলে যে, 'মি. প্রেসিডেন্ট, আপনার সাথের সব রাস্তাগুলো আমাদের পুতিনের দিকেই নিয়ে যায়।পুতিন রাজনৈতিকভাবে, আর্থিকভাবে বা ব্যক্তিগতভাবে তার উপর কি প্রভাব রাখতেন তা আমি জানি না। তবে ক্যাপিটলে যা ঘটেছে এর পেছনে পুতিনের হাত রয়েছে। পুতিন আমাদের দেশে এবং বিশ্বজুড়ে গণতন্ত্রকে ক্ষুন্ন করতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়