শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৩:১২ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলার ডুবি, একজনের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ সদর উপজেলার তালা বালু ঘাটে মধুমতি নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবে এক শ্রমিকের লাশ উদ্ধার ও আরেকজন নিখোঁজ রয়েছেন। নিহত শ্রমিক মো. রিপন চৌকিদার (২৩)-এর লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। তবে বিল্লাল পাটোয়ারী (৩৩) এখনো নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

শনিবার দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। আজ রবিবার সকাল থেকে তাদের উদ্ধারে কাজ করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ট্রলারে ৩ জন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন ট্রলার শ্রমিক বের হতে পারলেও বাকী দুই জন রাত থেকে নিখোঁজ ছিল। পরে বিকেলে বালু চাপা পড়া পানির মধ্য থেকে এক জনের লাশ উদ্ধার করে খুলনা থেকে আসা ডুবুরী দল।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙ্গর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকে। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ (কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তিন জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পারলেও দুই জন নিখোঁজ হয়।

খবর পেয়ে রবিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ও খুলনা থেকে আসা ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে নিখোঁজ ওই শ্রমিকদের মধ্যে রিপন চৌকিদারের লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত বিল্লাল পাটোয়ারী (৩৩) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়