শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয় বাংলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ রক্ত মাংসে মিশে আছে: মেয়র আইভী

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাবার মুখে মুক্তিযোদ্ধাদের কথা শুনে শুনেই বড় হয়েছি। জয় বাংলার শ্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি। জন্ম থেকেই শুনে আসছি, রক্তমাংসে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা এই তিনটাকে স্মরণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

[৩] শনিবার সন্দ্যায় নাসিক ৯ সং ওয়ার্ড জালকুড়ি বাস ষ্ট্যান্ড থেকে ২নং ঢাকেশ্বরী পর্যয় সংযোগ সড়কের মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ সহ ৩টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন এবং শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৪] আইভী বলেন, যারা বঙ্গবন্ধুকে, মুক্তিযোদ্ধাকে এবং বাংলাদেশকে অস্বীকার করবে, তাদের অস্তিত্বতো বাংলাদেশে থাকারই কথা নয়। বঙ্গবন্ধুকে স্বীকার করে মুক্তিযোদ্ধাদের মেনে এবং সম্মান করেই এ দেশ চালাতে হবে। আমরা বাঙালীরা শুধু ভুলে যাই যে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানেও কিন্তু জিন্নাহ আছে, সেখানে জিন্নাহকে পাকিস্তানের স্থপতি বলা হয়। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা বঙ্গবন্ধুর কথা শুনে বলে যে,জাতির পিতা আবার কী! আইভী বলেন, আমি কখনও গরীবের বিপক্ষে না, কখনও হকারদের বিপক্ষে না।

[৬] হকারদের জন্য দুইটি মার্কেট করে দেওয়া হয়েছে। আপনারা দোকান বিক্রি করে ফুটপাতে চলে আসবেন, রাস্তায় মিছিল করবেন! আমাদের রাস্তায় হাটতে দেবেন না, থানা ঘেরাও করবেন! এসপিকে হুমকি দেবেন! মেয়রকে হুমকি দেবেন! এত বড় দুঃসাহস দেখানো কিন্তু ভালো না। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী এবং একসাথে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করবো, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছেন।

[৭] আমি সেই মানব ধর্মে বিশ্বাসী হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। যেহেতু ট্যাক্স সবাই দেয়, সবার জন্যই কাজ করতে চাই। নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমূখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়