শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয় বাংলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ রক্ত মাংসে মিশে আছে: মেয়র আইভী

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাবার মুখে মুক্তিযোদ্ধাদের কথা শুনে শুনেই বড় হয়েছি। জয় বাংলার শ্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি। জন্ম থেকেই শুনে আসছি, রক্তমাংসে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা এই তিনটাকে স্মরণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

[৩] শনিবার সন্দ্যায় নাসিক ৯ সং ওয়ার্ড জালকুড়ি বাস ষ্ট্যান্ড থেকে ২নং ঢাকেশ্বরী পর্যয় সংযোগ সড়কের মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ সহ ৩টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন এবং শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৪] আইভী বলেন, যারা বঙ্গবন্ধুকে, মুক্তিযোদ্ধাকে এবং বাংলাদেশকে অস্বীকার করবে, তাদের অস্তিত্বতো বাংলাদেশে থাকারই কথা নয়। বঙ্গবন্ধুকে স্বীকার করে মুক্তিযোদ্ধাদের মেনে এবং সম্মান করেই এ দেশ চালাতে হবে। আমরা বাঙালীরা শুধু ভুলে যাই যে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানেও কিন্তু জিন্নাহ আছে, সেখানে জিন্নাহকে পাকিস্তানের স্থপতি বলা হয়। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা বঙ্গবন্ধুর কথা শুনে বলে যে,জাতির পিতা আবার কী! আইভী বলেন, আমি কখনও গরীবের বিপক্ষে না, কখনও হকারদের বিপক্ষে না।

[৬] হকারদের জন্য দুইটি মার্কেট করে দেওয়া হয়েছে। আপনারা দোকান বিক্রি করে ফুটপাতে চলে আসবেন, রাস্তায় মিছিল করবেন! আমাদের রাস্তায় হাটতে দেবেন না, থানা ঘেরাও করবেন! এসপিকে হুমকি দেবেন! মেয়রকে হুমকি দেবেন! এত বড় দুঃসাহস দেখানো কিন্তু ভালো না। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী এবং একসাথে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করবো, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছেন।

[৭] আমি সেই মানব ধর্মে বিশ্বাসী হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। যেহেতু ট্যাক্স সবাই দেয়, সবার জন্যই কাজ করতে চাই। নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমূখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়