শিরোনাম
◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৫৭ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে শিশু পার্কের জায়গা রক্ষায় মানববন্ধন

শাহীন খন্দকার: [২] রাজধানীর নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকায় শিশু পার্কের জায়গা দখলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার বাসিন্দারা। শনিবার (১৬ জানুয়ারী) নিকুঞ্জ-১ এলাকায় শিশু পার্কের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের শতাধিক নারী-পুরুষ ও স্কুল শিক্ষার্থীরা পার্ক দখলের বিরুদ্ধে নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে । মানববন্ধনে বক্তব্য রাখেন, দুনীর্তি দমন কমিশনের সাবেক উপ-পরিচালক মো. আহসান আলী, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক এবং এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী হায়দার আলী প্রমুখ।

[৪] বক্তারা বলেন, রাজউকের কিছু অবৈধ কর্মকর্তা-কর্মচারীর যোগসূত্রে শিশু পার্কের বরাদ্দকৃত জায়গার এই প্লটটি বারবার বিভিন্ন লোকের নামে লিজ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত কয়েক হাত বদল হয়েছে। বর্তমানে যিনি এটা কিনেছেন তিনি বারবার চেষ্টা করেছেন এখানে প্লট নির্মাণের।

[৫] বিষয়টি বর্তমান রাষ্ট্রপতির নজরের আনা হলে তিনিসহ জাতীয় সংসদের বর্তমান চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী এবং তৎকালীন সংশ্লিষ্ট গণপূর্ত সংসদীয় কমিটির সভাপতি শিশু পার্কের প্লট বরাদ্দ বন্ধ করে বিকল্প প্লটের ব্যবস্থা নিতে রাজউককে নির্দেশ দেন।

[৬] কিন্তু বেশ কয়েকবছর হলেও এ বিষয়ে রাউজক কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু হঠাৎ গত মাস থেকে আবার রাজউকের কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তাদের যোগসাজশে অনুমোদন নিয়ে প্লট দুটিতে বাড়ি তৈরির কাজ চলছে।

[৭] দুনীর্তি দমন কমিশনের সাবেক উপপরিচালক মো. আহসান আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে শিশু পার্ক, খেলার মাঠ, স্কুল-কলেজের জায়গা দখল করে কেউ কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। তাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আবার আবেদন পেশ করছি আমাদের এই শিশু পার্কের জায়গায় শিশু পার্ক নির্মাণ করে তাদের বেড়ে উঠার সুযোগ তৈরি করে দেওয়া হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়