শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৫৭ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে শিশু পার্কের জায়গা রক্ষায় মানববন্ধন

শাহীন খন্দকার: [২] রাজধানীর নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকায় শিশু পার্কের জায়গা দখলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার বাসিন্দারা। শনিবার (১৬ জানুয়ারী) নিকুঞ্জ-১ এলাকায় শিশু পার্কের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের শতাধিক নারী-পুরুষ ও স্কুল শিক্ষার্থীরা পার্ক দখলের বিরুদ্ধে নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে । মানববন্ধনে বক্তব্য রাখেন, দুনীর্তি দমন কমিশনের সাবেক উপ-পরিচালক মো. আহসান আলী, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক এবং এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী হায়দার আলী প্রমুখ।

[৪] বক্তারা বলেন, রাজউকের কিছু অবৈধ কর্মকর্তা-কর্মচারীর যোগসূত্রে শিশু পার্কের বরাদ্দকৃত জায়গার এই প্লটটি বারবার বিভিন্ন লোকের নামে লিজ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত কয়েক হাত বদল হয়েছে। বর্তমানে যিনি এটা কিনেছেন তিনি বারবার চেষ্টা করেছেন এখানে প্লট নির্মাণের।

[৫] বিষয়টি বর্তমান রাষ্ট্রপতির নজরের আনা হলে তিনিসহ জাতীয় সংসদের বর্তমান চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী এবং তৎকালীন সংশ্লিষ্ট গণপূর্ত সংসদীয় কমিটির সভাপতি শিশু পার্কের প্লট বরাদ্দ বন্ধ করে বিকল্প প্লটের ব্যবস্থা নিতে রাজউককে নির্দেশ দেন।

[৬] কিন্তু বেশ কয়েকবছর হলেও এ বিষয়ে রাউজক কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু হঠাৎ গত মাস থেকে আবার রাজউকের কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তাদের যোগসাজশে অনুমোদন নিয়ে প্লট দুটিতে বাড়ি তৈরির কাজ চলছে।

[৭] দুনীর্তি দমন কমিশনের সাবেক উপপরিচালক মো. আহসান আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে শিশু পার্ক, খেলার মাঠ, স্কুল-কলেজের জায়গা দখল করে কেউ কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। তাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আবার আবেদন পেশ করছি আমাদের এই শিশু পার্কের জায়গায় শিশু পার্ক নির্মাণ করে তাদের বেড়ে উঠার সুযোগ তৈরি করে দেওয়া হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়