মাহবুবুর রহমান: [২] নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মীর্জাকে বেসরকারিভাবে বসুুুরহাটর পৌরসভার মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে ।
[৩] বিকেলে ভোট গ্রহণ শেষে জেলা নির্বাচনী কর্মকর্তা ফলাফলের ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মীর্জা পেয়েছেন ১০৭৩৮ ও তার প্রতিধন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৭৮ এবং জামাত সমর্থিত সতন্ত্রপার্থী মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।
[৪] এর আগে সকাল ৮টা থেকে নয়টি ওয়ার্ডে বিকাল চারটা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
[৫] পরে বিজয়ী সমাবেশ তিনি এ জয় বসুরহাট পৌরসভা সকল জনগণকে উৎসর্গ করেন। একই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ডের সকল সাধারণ মানুষ, রাজনীতিবিদ, প্রশাসন ও সংবাদকর্মীদের।সম্পাদনা: সাদেক আলী